সম্প্রতি অ্যাপ্লে 2018 সালে ম্যাকবুক প্রো আর ম্যাকবুক এয়ারের দাম কমিয়েছিল আর এবার এই ডিভাইস গুলি আপনারা সস্তায় পাবেন। আর এর এই দাম কমার পড়ে এবার অ্যাপেল ম্যাকবুক প্রো আপনারা 1,19,900 টাকায় কেনা যাবে। আর এই ডিভাইসটি কোম্পানি 1,49.900 টাকায় লঞ্চ করেছিল। আর এই ডিভাইসটির এই দাম এর 13 ইঞ্চির মডেলের ছি আর স্টুডেন্টের জন্য এবার এই ডিভাইসটি 1,11,264 টাকা রাখা হয়েছে।
ম্যাকবুক এয়ার 1,49,000 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এবার ইউজার্সরা এটি 99,900 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে স্টুডেন্টদের জন্য এই ডিভাইসটি 92,704 টাকায় বিক্রি করা হচ্ছে। র স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিস্কাউন্ট APPLE BACK TO SCHOOL প্রোগ্রামের প্রোমশানের অংশ। আর এই অফার 25 জুলাই পর্যন্ত নেওয়া যাবে। আর এটি অ্যাপ্লে অথারিটি রিটেলারদের কাছে দেওয়া হচ্ছে।
অ্যাপেল ম্যাকবুক প্রোর স্পেসিফিকেশান
ম্যাকবুক প্রোতে আপনারা 13 ইঞ্চির আর 15 ইঞ্চির মডেল পাবেন। আর এতে আপনারা 8 কোর ইন্টেল প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ডিভাইসে 32GB মেমারি আছে। আর এই ডিভাইসটি রেটিনা ডিসপ্লে যুক্ত আর এতে ট্রু টোন প্রযুক্তি আছে। আর এতে একটি দারুন থার্ড জেনারেশান কি বোর্ড আছে। আর এটি ডায়ানামিক স্টিরিও স্পিকার, নতুন কুলিং সিস্টেম আর ডেটা ট্রান্সফারের জন্য থান্ডারবোল্ড 3 র সঙ্গে এসেছে।
অ্যাপেল ম্যাকবুকের স্পেসিফিকেশান
এই ডিভাইসে আপনারা এইট জেনারেশানের ইন্টেল কোর i5 প্রসেসার পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে 2560×1600 রেজিলিউশানের 4 মিলিয়ান পিক্সাল। আর গেমিং আর ভাল গ্রাফিকের জন্য ম্যাকবুক এয়ারে ইন্টেল HD গ্রাফিক 6000 গ্রাফিক কার্ড আছে। আর এর সঙ্গে আছে 8GB র DDR3 র্যাম।
ব্যাটারির ক্ষেত্রে এটি ফুল চার্জ থাকলে এটি 12 ঘন্টা পর্যন্ত ব্যাবহার করা যায়। আর এর স্ট্যান্ডবাই টাইম 30 দিনের। আর এতে আপনারা 16GB/1TB SSD স্টোরেজ পাবেন। আর এর ওজন 1.25কেজি আর এতে macOSঅপারেটিং সিস্টেম আছে।