অনেক সময়ে অনেক ইচ্ছেই পূর্ণ হয় না, আমরা অনেক সময়ে হয়ত একটি দামি জিনিস পছন্দ করি কিন্তু সেটা দাম আর সময়ের কারনে কেনা হয়ে ওঠে না। কিন্তু যদি সেই জিনিসই রিফার্বিশড অবস্থায় বাজেটের মধ্যে পেয়ে জান তবে?
ভাবছেন রিফার্বিশড জিনিস কেমন হবে আর কোথায় বা পাবেন তার ওয়ারেন্টি? আসলে আজকে আমরা এই আর্টিকেলে আপনাদের অ্যামাজনের এমন কিছু ল্যাপটপের ডিল বলব যা রিফার্বিশড। আর এখানে এগুলি অ্যামাজনের বাকি সুবিধার সঙ্গেই পাওয়া যাচ্ছে।
আসুন তবে সেই সব ল্যাপটপ গুলি দেখে নেওয়া যাক।
Lenovo X220 Thinkpad
আপনারা আজকে এই লেনোভোর থিঙ্কপ্যাডটি এখানে মাত্র 17,840 টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 79,990 টাকা বলা হয়েছে। এটি একটি 12 ইঞ্চির ল্যাপটপ আর এটি 2nd জেনারেশান ইন্টেল কোর i5 যুক্ত। এখান থেকে কিনুন।
HP Elitebook 8470p-i5
আপনারা এই HP র এলিট বুকটি আজকে এখানে 21,990 টাকায় কিনতে পারবেন। এর আসল দাম এখানে 69,990 টাকা বলা হয়েছে। এটি একটি 14 ইঞ্চির ল্যাপটপ। আর এটি আপনারা সিলভার কালারে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Dell Latitude E6430-i5
এই ডেলের ল্যাপটপটি আপনারা এখানে মাত্র 18,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 75,000 টাকা বলা হয়েছে। এটি একটি 14 ইঞ্চির ল্যাপটপ। আর আপনারা এতে 3rd জেনারেশানের কোর i5 পাবেন। এখান থেকে কিনুন।
HP Elitebook 8470p
এই HP র ল্যাপটপটি আপনারা এখানে মাত্র 22,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 69,990 টাকা বলা হয়েছে। আর এতে আপনারা 14 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
Lenovo Thinkpad
আপনারা এই লেনোভোর ল্যাপটপটি এখানে আজকে 24,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 89,990 টাকা বলা হয়েছে। এটি একটি 14.1 ইঞ্চির ল্যাপটপ। এখান থেকে কিনুন।
Lenovo X1-i5-3rdGen Thinkpad
আপনারা এই লেনোভোর ল্যাপটপটি এখানে আজকে মাত্র 35,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম সাইটে 89,990 টাকা বলা হয়েছে। এই 14 ইঞ্চির ল্যাপটপটি ইউন্ডোস 10 য়ে চলে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের কোন পরিবর্তন হলে তা সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।