বহু অপেক্ষিত Amazon Prime Day Sale 2022 চলছে। 23 জুলাই অর্থাৎ গতকাল থেকে Amazon Prime Day Sale শুরু হয়েছে, চলবে 24 জুলাই অর্থাৎ আজ রাত 11.59 পর্যন্ত। এই সেলটি বিশেষ ভাবে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য। Amazon এর অন্যতম বড় সেল। এই সেলে HP, Lenovo এর মতো একাধিক ব্র্যান্ডের ল্যাপটপের উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে। State Bank of India এবং ICICI Bank এর কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত 10% ছাড়। কী কী অফার থাকছে জানেন? দেখে নিন।
HP কোম্পানির এই ল্যাপটপটির আসল দাম হচ্ছে 36990 টাকা। কিন্তু এই সেলে এই ল্যাপটপটি মাত্র 13607 টাকায় কেনা যাবে। হ্যাঁ ঠিকই পড়লেন, মাত্র 13607! অর্ধেরও কম দামে। এতে রয়েছে AMD Ryzen 3 প্রসেসর যা 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা আছে। এই ডিলটি দেখে নিতে এই লিংকে ক্লিক করুন।
Lenovo IdeaPad 3 Amazon Prime Day Sale এ 22900 টাকায় বিক্রি হচ্ছে, এই ল্যাপটপের আসল দাম হল 36490 টাকা। এই ল্যাপটপে 11th Gen Intel Core i3 প্রসেসর রয়েছে যা 8GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা আছে। এই ডিলটি দেখে নিতে এই লিংকে ক্লিক করুন।
69900 টাকার ল্যাপটপটি অ্যামাজন প্রাইম ডে সেলে মাত্র 53100 টাকায় বিক্রি হচ্ছে। এই ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির একটা full HD ডিসপ্লে যা 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেয়ার করা আছে। এই ডিলটি দেখে নিতে এই লিংকে ক্লিক করুন।
LG Gram 17 ল্যাপটপের আসল মূল্য হচ্ছে 91900 টাকা। কিন্তু Amazon Prime Day Sale এ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে মাত্র 58000 টাকায়! অবিশ্বাস্য না? এর ওজন মাত্র 1.35 কেজি। 11th Gen Intel Core i7 প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। এই ডিলটি দেখে নিতে এই লিংকে ক্লিক করুন।
43805 টাকায় HP এর এই ল্যাপটপ পাওয়া যাচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেলে। এর আসল দাম জানেন? 97999 টাকা। অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ এই সেলে। এতে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর রয়েছে। এছাড়া আছে 15GB RAM, 1TB ইন্টারনাল স্টোরেজ এবং 14ইঞ্চির WUXGA ডিসপ্লে। এই ডিলটি দেখে নিতে এই লিংকে ক্লিক করুন।