আজ দুপুর 12 টা থেকে এই সেল শুরু হবে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য
22 তারিখ পর্যন্ত এই সেল চলবে
এই ল্যাপটপ গুলি 17-20% ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে
অ্যামাজনে আজ থেকে শুরু হচ্ছে গ্রেট ইন্ডিয়ায়ন সেল। আজ দুপুর 12 টা থেকে এই সেল শুরু হবে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য। আর আগামী কাল মানে 19 তারিখ থেকে এই সেল শুরু হবে সবার জন্য চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত। এর আগেই আমরা আপনাদের এই সেলের বিষয়ে জানিয়েছিলাম।
এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে আপনারা কেনাকাটার সময়ে যদি SBI কার্ডের কেনাকাটা করেন তবে পাবেন 10% য়ের ইন্সট্যান্ট ডিস্কাউন্ট। আবার আপনারা অ্যামাজন পে ব্যাবহার করলেও থাকছে দারুন ক্যাশব্যাক অফার( শর্ত সাপেক্ষে)।
আর আজকে এই সেলের প্রথম দিনে মানে প্রাইম মেম্বারদের জন্য দুপুর 12 টা থেকে শুরু হওয়া এই সেলের প্রথম দিনে আপনাদের জন্য আমরা দারুন সব ল্যাপটপের ডিল নিয়ে এসেছি। তবে আর দেরি না করে আসুন সেই সব ডিল গুলির থেকে কিছু বাছাই করা ডিল দেখে নেওয়া যাক।
এই ল্যাপটপ গুলি 17-20% ডিস্কাউন্টে কিনতে পাওয়া যাচ্ছে।
HP 14-inch Core i5 8th Gen FHD Laptop
আপনারা আজকে এই HP র ল্যাপটপটি এখানে 20% ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর এটির সঙ্গে আছে 11,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুযোগ আর সঙ্গে আছে নো কস্ট EMI য়ের অফার। এই ল্যাপটপের আসল দাম এখানে 52,965 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।
HP 15 Core i3 7th Gen
এই 15.6 ইঞ্চির ল্যাপটপটি এই সেলে আপনারা 18% ডিস্কাউন্টে কিনতে পারবেন। এর আসল দাম এখানে 35,990 টাকা বলা হয়েছে। আর আপনারা 11,900 টাকা পর্যন্ত এক্সচঞ্জে অফারও পেতে পারেন। এর নো কস্ট EMI অফারও আছে তবে তা কিছু নির্দিষ্ট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে। এখান থেকে কিনুন।
Dell Inspiron 3480
আপনারা আজকে এই ডেলের ল্যাপটপটি এখানে 18% ডিস্কাউন্টে কিনতে পারবেন। এর আসল দাম এখানে 50,224 টাকা বলা হয়েছে। আর এর এমনি EMI শুরু হচ্ছে 2,024 টাকা থেকে। এর সঙ্গেও আছে এক্সচেঞ্জ অফারের সুযোগ। এখান থেকে কিনুন।
HP 15 Core-i5 8th Gen
এই HP র ল্যাপটপটির ওপরেও 18% য়ের ডিস্কাউন্ট অফার করা হয়েছে। এর আসল দাম এখানে 54,000 টাকা বলা হয়েছে। এই ল্যাপটপের এমনি EMI শুরু হচ্ছে 2,21 টাকা বলা হয়েছে। আছে এক্সচেঞ্জ অফারের সুযোগও। এখান থেকে কিনুন।
Apple MacBook Air
আপনারা এই অ্যাপেলের ম্যাকবুকটি এখানে MRP র থেকে 17% ডিস্কাউন্টে কিনতে পারবেন। এর দাম 84,900 টাকা বলা হয়েছে। এর EMI 2,918 টাকা থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।
HP 14 Pentium Gold
এই ল্যাপটপটিও 17% ডিস্কাউন্টে কেনা যাচ্ছে, এর আসল দাম 26,403 টাকা বলা হয়েছে। এটি আপনারা 1,176 টাকার এমনি EMI তে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন ঐ সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।