অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এখনও চালু রয়েছে। এখন ই- কমার্স সাইট অ্যামাজনে চলছে “Extra Happiness Days”। যা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের একটি অংশ। পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ওপর দুর্দান্ত ডিসকাউন্ট।
সেলে দেওয়া হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, অ্যামাজন পে আইসিআইসিআই এবং Induslnd ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট। এছাড়া রয়েছে অ্যামাজন পে (Amazon Pay) ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে 10% ক্যাশব্যাকের সুযোগ। সেইসঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা।
আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে চান, তবে অ্যামাজন নিয়ে এসেছে দারুণ অফার। আজ পাওয়া যাচ্ছে ব্র্যান্ডেড ল্যাপটপের ওপর দারুণ ডিসকাউন্ট। দেখে নিন আজকের সেরা ল্যাপটপের ডিল-
আপনি যদি ভালো কোয়ালিটির ল্যাপটপ কেনার কথা ভেবে থাকেন , তবে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপ আপনার জন্য হতে পারে সেরা অপশন। এই ল্যাপটপের দাম রয়েছে 43,139 টাকা । তবে এখন সেলে কেনা যাবে 38,777 টাকায়। এই ল্যাপটপ ডিভাইসের ওপর এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে 19,800 টাকার। এছাড়া সিটি ব্যাঙ্ক, IndusInd ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে ট্র্যানজ্যাকশন করলে পাওয়া যাবে 500- 1,500 টাকার ছাড়। এই ল্যাপটপের ইএমআই শুরু হচ্ছে 1,825 টাকা থেকে।
এই ল্যাপটপ আসছে 10th জেনারেশন ইনটেল কোর i3 -1005G1 প্রসেসরের সাথে। এতে স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM এবং 1TB স্টোরেজ। এই ল্যাপটপ আসছে 14 ইঞ্চির অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লের সাথে। এতে রয়েছে এলইডি ব্যাকলাইট ন্যারো বর্ডার। এই ডিভাইস কাজ করবে Windows 10 অপারেটিং সিস্টেমে। ল্যাপটপে রয়েছে HDMI পোর্ট এবং ইউএসবি পোর্টের সাপোট। এই ভিভাইস দেবে টানা দশ ঘণ্টার ব্যাটারি লাইফ। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই ল্যাপটপ সেলে কেনা যাচ্ছে 44,695 টাকাতে। এই ল্যাপটপে রয়েছে 18,300 টাকার এক্সচেঞ্জ অফার। এই ডিভাইসের ইএমআই শুরু হচ্ছে 2,104 টাকা থেকে। সিটি ব্যাঙ্ক, IndusInd ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে ট্র্যানজ্যাকশন করলে পাওয়া যাবে 1,500 টাকার ছাড়।
এই ল্যাপটপ কাজ করবে Windows 10 অপারেটিং সিস্টেমে। এতে পাওয়া যাবে Windows 11 অপারেটিং সিস্টেমের ফ্রি আপগ্রেড। এই ডিভাইসে রয়েছে 11th জেনারেশন ইনটেল কোর i3-1115G4 প্রসেসর। ল্যাপটপের বেসিক 8GB RAM আপগ্রেড করা যাবে 16GB পর্যন্ত। এই ডিভাইসে রয়েছে 256GB স্টোরেজ। এই ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চির এফএইচডি স্ক্রিন। এতে রয়েছে প্রি-ইনস্টলড মাইক্রোসফট অফিস এবং Student 2019, অ্যালেক্সা সাপোর্ট। এই ডিভাইস আসছে ইনটেল ইউএইচডি গ্রাফিক্সের সাথে। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই ল্যাপটপ অ্যামাজন থেকে কেনা যাবে 36,490 টাকায়। এই ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে 19,400 টাকার ছাড়। ল্যাপটপের ওপর দেওয়া হচ্ছে 18,350 টাকার ডিসকাউন্ট। ইএমআই শুরু হচ্ছে 1,718 টাকা থেকে। সিটি ব্যাঙ্ক, IndusInd ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে ট্র্যানজ্যাকশন করলে এই ডিভাইসের ওপর পাওয়া যাবে 1,500 টাকার ছাড়।
এই ল্যাপটপ আসছে 15.6 ইঞ্চির স্ক্রিন সাইজে। কাজ করবে Windows 10 অপারেটিং সিস্টেমে। পাওয়া যাবে Windows 11 অপারেটিং সিস্টেমের ফ্রি আপগ্রেড। এই ল্যাপটপে রয়েছে 10th জেনারেশন ইনটেল কোর i3-1005G1 প্রসেসর। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM যাকে আপগ্রেড করা যাবে 12GB পর্যন্ত। এছাড়া এতে রয়েছে 256 GB SSD স্টোরেজ। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।
এই ল্যাপটপ কেনা যাবে প্রায় 33,990 টাকায়। ল্যাপটপের ওপর রয়েছে এক্সচেঞ্জ অফার এবং ডিসকাউন্ট। সিটি ব্যাঙ্ক, IndusInd ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে ট্র্যানজ্যাকশন করলে এই ডিভাইসের ওপর পাওয়া যাবে 1,500 টাকার ছাড়।
এই ল্যাপটপে রয়েছে 4GB RAM এবং 1TB স্টোরেজ। এই স্লেট গ্রে কালারের ল্যাপটপে দেওয়া হচ্ছে Windows 10 অপারেটিং সিস্টেমের সাথে Windows 11 অপারেটিং সিস্টেমের ফ্রি আপগ্রেড। এই ল্যাপটপে রয়েছে 10 th জেনারেশন ইনটেল কোর i3-1005G1 প্রসেসর। আপনি চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন।