Amazon Great Freedom Festival Sale 2023 শুরু হয়ে গিয়েছে
আগামী 8 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল
একাধিক ল্যাপটপের উপর আছে বাম্পার ছাড়
Amazon Great Freedom Festival Sale শুরু হয়ে গেল। আগামী 8 অগাস্ট পর্যন্ত চলবে এই সেল। যাঁরা SBI -এর গ্রাহক তাঁরা কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাবেন 10% ছাড়। এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই।
Amazon সেলে বাম্পার অফার পাওয়া যাচ্ছে ল্যাপটপের উপরেও। কোন প্রোডাক্টে কত ছাড় আছে দেখুন।
HP 15s
এই ল্যাপটপের দাম 64,174 টাকা। কিন্তু Amazon সেলে মাত্র 52,499 টাকায় কিনতে পারবে এটি। 11th Gen Intel Core i5 প্রসেসরের সাহায্যে চলা HP 15S এ পাবেন 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ।
উইন্ডোজ 11 আছে এখানে। 15.6 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে আছে 720p HD ক্যামেরার সঙ্গে। Intel iris XE গ্রাফিক্স, ডুয়াল স্পিকার পাবেন HP -এর এই ল্যাপটপে। ডিল দেখুন
Lenovo Yoga Slim 7 Pro
এই পাতলা এবং হালকা ওজনের ল্যাপটপের দাম এখন 1,06,290 থেকে কোন এখন মাত্র 68,990 টাকা হয়েছে। এখানে 14 ইঞ্চির একটি IPS ডিসপ্লে আছে যেখানে 2880X1800 পিক্সেলের রেজোলিউশন পাবেন। সঙ্গে 400 নিটসের ব্রাইটনেস তো আছেই।
Lenovo Yoga Slim 7 Pro ল্যাপটপে 11th Gen Intel core i5 প্রসেসর আছে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ সহ। Iris XE গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপে। ডিল দেখুন
এই ল্যাপটপের 8 GB RAM যুক্ত মডেলের আসল দাম 68,990 টাকা কিন্তু এই সেলে এটি মাত্র 46,990 টাকায় কেনা যাবে। অন্যদিকে 1,06,290 টাকার বদলে স্রেফ 68,990 টাকায় কেনা যাবে 16 GB মডেল।
8 GB RAM মডেলে আছে AMD Ryzen 5 5600H প্রসেসর আর 16 GB RAM মডেলে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর। এখানে 16 ইঞ্চির একটি ডিসপ্লে আছে 60 Hz রিফ্রেশ রেট সহ। ডিল দেখুন
Msi Modern 14
12th Gen Intel Core i5 প্রসেসরের সাহায্যে চলা এই ল্যাপটপে আছে 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। মাত্র 1.4 কেজির এই ল্যাপটপে আছে 14 ইঞ্চির একটি ডিসপ্লে।
এই ল্যাপটপের আসল দাম 67,990 টাকা। কিন্তু এটি এখন মাত্র 45,990 টাকায় কেনা যাচ্ছে। ডিল দেখুন
এটি এখন 1,39,990 টাকার বদলে 1,05,990 টাকায় কেনা যাবে। Samsung -এর ল্যাপটপটি 12th Gen Intel Core i7 প্রসেসরের সাহায্যে চলে। এখানে 13.3 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে আছে।
এখানে 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। Samsung Galaxy Book2 Pro ভীষণ হালকা, এটার ওজন মাত্র 0.87 কেজি। ডিল দেখুন
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.