Amazon India Best 5 গেমিং ল্যাপটপের ওপর দিচ্ছে দারুণ ছাড় ও ক্যাশব্যাক অফার
Amazon-এ ল্যাপটপের ওপর 45,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে
HP, Asus, Lenovo এর ল্যাপটপে বেস্ট ডিল এবং অফার
Amazon India বেশ কিছু দিন ধরেই বিভিন্ন ডিভাইসের ওপর দুর্দান্ত সমস্ত ডিস্কাউন্ট দিচ্ছে। এতদিন ধরে আমরা আপনাদের সামনে সেই সমস্ত ডিসকাউন্টকে তুলে ধরেছি। তবে আজ আমরা আপনাদের সাথে আলোচনা করবো অ্যামাজনের কয়েকটি বেষ্ট গেমিং ল্যাপটপের ডিলগুলি সম্পর্কে। যদিও আজকাল ভালো ও সস্তার ল্যাপটপ ডিল খুব একটা কঠিন কাজ নয়। তবে অ্যামাজন ইন্ডিয়া পাঁচটি সেরা গেমিং ল্যাপটপের ওপর দিচ্ছে দারুণ ছাড় ও ক্যাশব্যাক অফার। পাওয়া যাচ্ছে 45,000 টাকা পর্যন্ত ছাড়। আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত বেষ্ট ল্যাপটপ ডিলগুলি সম্পর্কে-
Asus TUF Gaming F15 (2020) , 15.6 inch ( 39.62 CMS ) FHD 144Hz , Intelcore i7-10870H 10th Gen
আজ অ্যামাজনে এই গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে 71,990 টাকায়। এই ল্যাপটপের আসল দাম 1,16,990 টাকা। অ্যামাজনে দেওয়া হচ্ছে 45,000 টাকার ছাড়। পুরনো ল্যাপটপের ক্ষেত্রে এই ল্যাপটপের ওপর মিলছে 18,050 টাকার ছাড়। এই ডিভাইসের ইএমআই শুরু হচ্ছে 3,389 টাকা থেকে। কয়েকটি স্পেসিফিক ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে মিলছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা।
HP Pavilion Gaming 10th Gen Intel Core i5 Processor 15.6 inch (39.6 cm) FHD Gaming Laptop
এই ল্যাপটপ অ্যামাজনে এখন পাওয়া যাচ্ছে 66,990 টাকায়। ল্যাপটপের এমআরপি 79,888 টাকা। দেওয়া হচ্ছে 12,898 টাকার ছাড়। এই ল্যাপটপের ওপর মিলছে 18,050 এক্সচেঞ্জ অফার। এই ডিভাইসের ইএমআই শুরু হচ্ছে 3,153 টাকা থেকে। এছাড়া এই ল্যাপটপের ওপর রয়েছে ক্যাশব্যাকের সুবিধা। কিছু কিছু ব্যাঙ্কের কার্ডের ওপর মিলছে বিশেষ অফার।
Asus TUF Gaming F15 Laptop 15.6”( 39.62 cms) FHD 144Hz, Intel Core i5-10300H 10th Gen
মাত্র 61,990 টাকায় অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপের দাম ছিল 84,990 টাকা। এখন দেওয়া হচ্ছে 23,000 টাকার দুর্দান্ত ডিস্কাউন্ট। ল্যাপটপ টির ইএমআই শুরু হচ্ছে 2,918 টাকা। এছাড়া মিলছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়া রয়েছে কয়েকটি ব্যাঙ্কের কার্ডের ওপর বিশেষ ছাড়। এই গেমিং ল্যাপটপের ওপর পাওয়া যাচ্ছে নো-কষ্ট ইএমআইয়ের সুবিধা।
এই ল্যাপটপ পাওয়া যাবে 56,990 টাকায়। ল্যাপটপের আসল দাম 78,290 টাকা। পাওয়া যাচ্ছে 21,300 টাকার ছাড়। এই গেমিং ল্যাপটপের ইএমআই শুরু হচ্ছে 2,683 টাকা থেকে। এতে রয়েছে নো- কস্ট ইএমআইয়ের সুবিধা। এছাড়া এই ল্যাপটপের ওপর মিলছে বিভিন্ন অফার ও ক্যাশব্যাক ফিচার।মিলছে 18,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।
এখন এই ল্যাপটপটি অ্যামাজনে না পাওয়া গেলেও কোম্পানির স্টকে থাকলে এই ল্যাপটপের ওপর মিলবে বিশেষ ডিসকাউন্ট। অন্যান্য ওয়েবসাইটে এই ল্যাপটপের দাম জেনে নেওয়া যেতে পারে। এটাও নিশ্চিত করা যায় যে অ্যামাজনে এই গেমিং ল্যাপটপ পাওয়া গেলে মিলবে দারুণ সব এক্সচেঞ্জ অফার ও দুর্দান্ত ক্যাশব্যাক।
এখান থেকে কিনুন
Lenovo IdeaPad Gaming 3 AMD Ryzen 5 4600H 15.6 inch (39.6 cm) Full HD 120Hz IPS Gaming Laptop
এই ল্যাপটপ এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে 66,990 টাকায়। ল্যাপটপটির এমআরপি 89,490 টাকা। অ্যামাজনে মিলছে 22,500টাকা পর্যন্ত ছাড়। এই ল্যাপটপের ইএমআই শুরু হচ্ছে 3,153 টাকা থেকে। এছাড়া রয়েছে নো- কস্ট ইএমআইয়ের সুবিধা।