অ্যামাজনে গেমিং ল্যাপটপ কেনার দারুন সুযোগ

Updated on 12-Sep-2019
HIGHLIGHTS

এখানে HP থেকে Lenovo একাধিক দারুন ল্যাপটপ পাওয়া যাচ্ছেন

এগুলি অ্যামাজনে পাওয়া যাচ্ছে

এখন প্রযুক্তির এমন এক সময় যখন আমরা অনেকেই খেলাধুলাও বাড়িতে বসে গেমিং ফোন বা গেমিং ল্যাপটপের মাধ্যমে করতে চাই। সেট কত ভাল কি খারাপ তা বলার জন্য আজকের এই আর্টিকেল না তবে আজকের আর্টিকেলে গেমিং প্রেমীদের জন্য দারুন কিছু গেমিং ল্যাপটপের সন্ধান আছে যা এই সময়ে অ্যামাজনে কম দামে পাওয়া যাচ্ছে।

এখানে আপনারা HP, Lenovo র মতন একাধিক ব্র্যান্ডের দারুন সব গেমিং ল্যাপটপ সহজে কিনতে পারবেন।

ASUS TUF FX505DY-BQ002T

আসুসের এই ল্যাপটপটি আপনারা এখানে মাত্র 47,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এই ল্যাপটপের আসল দাম 69,990 টাকা বলা হয়েছে। আর এই গেমিং ল্যাপটপটি আপনারা 15.6 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে পাবেন। এই রেডিওন RX 560X 4GB গ্রাইফক্স সাপোর্ট করে। এখান থেকে কিনুন।

Acer Nitro 5 AN515-52

আপনারা এই ল্যাপটপটি এখানে মাত্র 49,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 74,999 টাকা বলা হয়েছে। এই গেমিং ল্যাপটপটি ইউন্ডোস 10 64 বিট যুক্ত। আর এতে আছে 4GB NVIDIA জিফোর্স GTX 1050 গ্রাফিক্সের সাপোর্ট। এখান থেকে কিনুন।

ASUS TUF Gaming FX505GD

আসুসের এই গেমিং ল্যাপটপটি আজকে আপনারা এখানে মাত্র 49,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম বলা হয়েছে 64,990 টাকা। আর আপনারা এই 2.20 কেজির ল্যাপটপটিতে 8GB র‍্যাম পাবেন। এখান থেকে কিনুন।

ASUS TUF Gaming FX505GD

আপনারা এই আসুসের ল্যাপটপটি এখানে মাত্র 49,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 64,990 টাকা বলা হয়েছে। এটি ব্ল্যাক প্লাস্টিকের ল্যাপটপ। আর এতে আপনারা কোর i5 8300H পাবেন। এখান থেকে কিনুন।

HP Pavilion Gaming

এই 9th জেনারেশেয়ান কোর i5 য়ের গেমিং ল্যাপটপে আপনারা 8GB র‍্যামের সঙ্গে NVIDIA GTX 1050 4G গ্রাফিক পাবেন। আর এটি এখানে আপনারা 59,980 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 69,071 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Lenovo Legion Y540

এই লেনোভোর ল্যাপটপটি আপনারা NVIDIA GTX 1650 4GB গ্রাফিক্সের সঙ্গে পাবেন। এর দাম এখানে 97,890 টাকা বলা হলেও এটি আপনারা এখানে মাত্র 65,990 টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :