অ্যামাজনে ‘ব্যাক টু স্কুল’ অফারে দারুন সব ল্যাপটপ

অ্যামাজনে ‘ব্যাক টু স্কুল’ অফারে দারুন সব ল্যাপটপ
HIGHLIGHTS

এই অফারে নো কস্ট EMI এর সুযোগ আছে

আছে এক্সচেঞ্জ অফারও

কিনতে পারেন ম্যাক বুকও

অ্যামাজন আজকে ব্যাক টু স্কুল বলে তাদের বেশ কিছু ল্যাপটপে ডিল দিচ্ছে। এই অফারে তারা একাধিক ল্যাপটপে দারুন সব অফার দিচ্ছে। আর এর সঙ্গে থাকছে নো কস্ট EMI র অপশান আর এর সঙ্গে এক্সচেঞ্জ অফারের সুযোগ ও আছে।

আসুন তবে আপনারা আজকের এই অফার গুলি একবার দেখে নিন। আর এই ডিলে ম্যাকের ম্যাক বুকও আছে।

iBall M500 14-inch Laptop

আজকে আপনারা এই ইন্টেল ল্যাপটপটি 11,990 টাকায় কিনতে পারবেন।আর সাইটে এর আসল দাম 16,999 টাকা বলা হয়েছে। আর এটি 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এখান থেকে কিনুন।

HP 15 Pentium 15.6-inch Laptop

আপনারা এই ল্যাপটপটি আজকে এখানে মাত্র 21,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 27,556 টাকা বলা হয়েছে। আর এতে আপনার 1TB HDD পাবেন। এখান থেকে কিনুন

HP 14Q CS0009TU 2018

আজকে আপনারা এই 14 ইঞ্চির ল্যাপটপটি মাত্র 26,490 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 32,917 টাকা বলা হয়েছে। আর এটি আপনারা 7th জেনারেশান কোর i3 র সঙ্গে পাবেন। এখান থেকে কিনুন।

Dell Inspiron 3567 Intel Core i3

আজকে আপনারা এই ডেলের ল্যাপটপটি এখানে মাত্র 29,590 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 42,419 টাকা বলা হয়েছে। আর এটি ইউন্ডোস 10 হোম সাপোর্ট করে। এখান থেকে কিনুন।

HP 15 Core i3 7th gen 15.6-inch Laptop 

আজকে এই HP র ল্যাপটপটি আপনারা এখানে মাত্র 31,150 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 36,263 টাকা বলা হ্যেছে।আর এটি একটি 4GB র‍্যামের ল্যাপটপ। এখান থেকে কিনুন।

Apple MacBook Air

অ্যাপেলের এই ম্যাকবুকটি আপনারা আজকে এখানে মাত্র 67,990 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 84,900 টাকা বলা হয়েছে। আর এটি 8GB র‍্যামের ল্যাপটপ। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন হতে পারে সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo