Acer Swift 7, 8th জেনারেশান ইন্টেল কোর i7 য়ের সঙ্গে থান্ডারবোল্ড আর নতুন টাচপ্যাডের সঙ্গে এল

Acer Swift 7, 8th জেনারেশান ইন্টেল কোর i7 য়ের সঙ্গে থান্ডারবোল্ড আর নতুন টাচপ্যাডের সঙ্গে এল
HIGHLIGHTS

Acer Swift 7 য়ের ওজন 890 গ্রাম

বৈশিষ্ট্য

  • এসার 2019 সালের CES সালে তাদের সুইফট 7 লঞ্চ করল
  • এই নতুন মডেলটি 8th জেনারেশান ইন্টেল কোর i7 CPU যুক্ত
  • আর এর সঙ্গে এতে নতুন ক্লিকেবেল টাচপ্যাড আছে আর এটি থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে

 

এসারের সুইফট 7 অত হাল্কা না হলেও এবার কোম্পানি আরও পাতলা ল্যাপটপ নিয়ে এসেছে। 2019 সালের মডেলটি লাস ভেগাসের CES য়ে এসেছে, এতে ইন্টেলকোর 8th জেনারেসগাব কোর i7 CPU আছে। আর এর সঙ্গে এই সুইফট 7 থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে আর এতে নতুন ক্লিকেবেল টাচপ্যাড দেওয়া হেয়ছে। এই সুইফট 7 উত্তর আমেরিকাতে মে মাস থেকে $1,699(আনুমানিক 1,18,157 টাকা) য় কেনা যাবে।

2019 সালের সুইফট এর আগের থেকে 150 গ্রাম হাল্কা আর এর ওজন 890 গ্রাম। আর একটি সাম্প্রতিক প্রেস রিলিজ অনুসারে এসার এই ল্যাপটপে লো ওয়েট আর হাই স্ট্রেন্থের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করেছে। এই ল্যাপটপটি সাইজেও ছোট। এর এখনকার মডেলটির মেজারমেন্ট 12.51×7.53 ইঞ্চি আর সেখানে এর আগের মডেলের মেজারমেন্ট ছিল 12.9×9.3 ইঞ্চি। যাই হোক এখন থিকনেস 9.95 মিলিমিটার আর এটি গত বারের মডেলের থেকে এক মিলিমিটার এশি। এসার বেজেলও চেঞ্জ করে 2.57 মিলিমিটার করেছে আর এর ফলে ল্যাপটপের বডি টু স্ক্রিন রেশিও 92% হয়েছে।

Acer Sift 7 য়ে এখন একটি ফ্রেস পাওয়ারট্রেন দিয়েছে। এখন এটি 8th জেনারেশান ইন্টেল কোর i7-8500Y CPU যুক্ত। এটি PCIe নির্ভর সলিড ডিভাইস। স্টোরেজের ক্ষেত্রে এতে 256GB আর 512GB LPDDR3 য়ের সঙ্গে 8GB বা 16GB র‍্যাম দেওয়া হয়েছে। এতে একটি 14ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে আছে। আর এই ল্যাপটপে থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে আর এতে USB টাইপ C পোর্ট আছে। এই সুইফট 7 এর সঙ্গে একটি নতুন ক্লিকেবেল টাচপ্যাড যুক্ত যা কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট যুক্ত।

এর কিবোর্ডটি ব্যাকলাইট যুক্ত আর এটি 1.1 মিলিমিটার পর্যন্ত ট্র্যাভেল করতে পারে। আর এটি এসার সুইফট 7 য়ের জন্য হয়েছে। আর এবার এই মেশিনের ফুল রিভিয়ের পরেই এই বিষয়ে ডিটেলে বলা যাবে। এই ল্যাপটপটি দুটি কালারে পাওয়া যাবে- স্টার্ফিল্ড ব্ল্যাক আর মুনস্টোন হোয়াইট। আর উত্তর আমেরিকাতে Acer Sift 7 EMEA আর চিনে এপ্রিল মাস থেকে যথাক্রমে €1,799 আর ¥14,999 দামে কেনা যাবে। আমরা জানিনা যে Acer Swift 7 ভারতে তাড়াতাড়ি আসবে কিনা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo