Honor -এর তরফে Honor MagicBook 2023 সিরিজ লঞ্চ করা হল দেশে। এই সিরিজে দুটো ল্যাপটপ আছে, Honor MagicBook X14 এবং Honor MagicBook X16। দুটো ল্যাপটপেই 12th Gen Intel core প্রসেসর আছে।
এই ল্যাপটপে 16:10 ডিসপ্লে পাওয়া যাবে। দেখুন এই ফোনের অন্যান্য ফিচারের তালিকা।
1. দুটো ল্যাপটপেই আছে 12th Gen Intel core i5 12450H প্রসেসর। এখানে 8 কোর এবং 12 থ্রেড আছে। ফলে এখানে 30% উন্নতমানের পারফরমেন্স পাবেন।
16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন এখানে। তবে এটিকে 1 TB ইন্টারনাল স্টোরেজ পর্যন্ত বাড়ানো যাবে।
2. 60Whr ব্যাটারি রয়েছে এই ল্যাপটপে যেখানে 65W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন। USB টাইপ সি চার্জার আছে এই ল্যাপটপে।
3. এখানে আছে 1টি USB টাইপ সি, 2টি USB টাইপ এ, 1টি HDMI পোর্ট পাবেন কানেকটিভিটির জন্য।
4. এই দুটো ল্যাপটপের মূল ফারাক হল এই দুটোর সাইজ। X14 ল্যাপটপে আছে 14 ইঞ্চির একটি Full HD IPS ডিসপ্লে। আর X16 ল্যাপটপে আছে 16 ইঞ্চির Full HD IPS ডিসপ্লে রয়েছে।
দুটো ল্যাপটপেই 100% SRGB কভারেজ, 300 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস, অ্যান্টি ব্লু লাইট ফিচার পাবেন গ্রাহকরা। 720P ওয়েবক্যাম আছে এই দুই ল্যাপটপে।
5. ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে এই ল্যাপটপে। ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড আছে এই ল্যাপটপে। উইন্ডোজ 11 হোম 64 বিট সফটওয়্যার আছে এখানে।
Amazon থেকে কেনা যাবে এই দুই ল্যাপটপ। Honor MagicBook X14 ল্যাপটপটির দাম দেশে শুরু হচ্ছে 48,990 টাকা থেকে। এখানে আছে 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে চাইলে 51,990 টাকা খরচ করতে হবে।
অন্যদিকে X16 মডেলটির দাম শুরু হচ্ছে 50,990 টাকায়। এই দামে 8 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আর 16 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে চাইলে 53,990 টাকা খরচ করতে হবে।
লঞ্চ অফার হিসেবে এখন এই ল্যাপটপে 2,500 টাকার ছাড় পাচ্ছেন HDFC ব্যাংকের গ্রাহকরা। তবে এই ছাড় পেতে হলে এই ব্যাংকের কার্ড দিয়ে কেনাকাটা করতে হবে।