ইউজার্সদের কপিরাইট কন্টেন্টের ভুল ব্যবহার বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
এবার YouTube থেকে অর্থ উপার্জন করা মুস্কিল হয়ে যাবে. YouTube তাদের একটি নতুন ঘোষনায় এই খবর জানিয়েছে. ফেসবুক তাদের ঘোষনায় বলেছনে যে এবার যেই YouTube চ্যানেলে 10,000 এর কম লাইফটাইম হবে তাতে YouTube বিজ্ঞাপন দেবেনা.
YouTube এই ঘোষনা কপিরাইট কন্টেন্ট এর ভুল ব্যবহার বন্ধ করার জন্য করেছে. আসলে YouTube এ লোকে চ্যানেল খুলে তাতে কপিরাইট আর আপত্তি জনক কন্টেন্ট দেয়. তা বন্ধ করার জন্যই YouTube এই সিদ্ধান্ত নিয়েছে.
YouTube এর ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে এখন আগের থেকে বেশি মানুষ ইউটিউব চ্যানেল খুলে উপার্জন করে. আর এতে চ্যানেলের কপিরাইটের অবমাননা হচ্ছে. তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি.
YouTube পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে গেলে এবার 10,000 লাইফটাইম ইউজের পরে YouTube চ্যানেলের ক্রিয়েটিভ রিভিউ এ উত্তীর্ণ হতে হবে. তার পরে এই প্রক্রিয় পুরো হলে YouTube চ্যানেল ক্রিয়েটিভে অ্যাড সার্ভ করতে পারবে.