এভাবে কম্পিউটার থেকে ‘SMS’ করা যাবে

এভাবে কম্পিউটার থেকে ‘SMS’ করা যাবে
HIGHLIGHTS

আর সম্প্রতি SMS য়ের জন্য নতুন একটি অ্যাপ এনেছে গুগল, আর এর সঙ্গে অ্যান্ড্রয়েডে এই ফিচারটি এসেছে, আর অ্যান্ড্রয়েড ম্যাসেজ অ্যাপটি ওয়েব অ্যাপও লঞ্চ হয়েছে

এই সময়ে SMS য়ের ব্যাবহার অনেকটাই কমে গেছে। এখন মেসেজ করা মানে তা হোয়াটসঅ্যাপ, ফেসুক বা মেসেঞ্জার থেকেই মেসেজ করা হয়। যদিও এখন অনেক ডাটা প্ল্যানেই ভরপুর SMS য়ের অফার দেওয়া হয় তবুও আমাদের কাছে SMS এখন অনেকটাই দুয়োরানীর মতন।

তবে অনেক সময়ে আমরা SMS করেই থাকি। আর সম্প্রতি SMS য়ের জন্য নতুন একটি অ্যাপ এনেছে গুগল। আর এর সঙ্গে অ্যান্ড্রয়েডে এই ফিচারটি এসেছে। আর অ্যান্ড্রয়েড ম্যাসেজ অ্যাপটি ওয়েব অ্যাপও লঞ্চ হয়েছে। আর এছাড়া উইন্ডোস 10 য়ের সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড স্মার্টফোন কমপেনিয়াম অ্যাপও এসেছে। আসুন দেখা যাক যে এই অ্যাপের মাধ্যমে আপনারা কী করে ডেক্সটম থেকে SMS পাঠাতে পারবেন।

ডেক্সটপ থেকে SMS পাঠানোর জন্য কী কী লাগবে

  • কম্পিউটারে লেটেস্ট ইউন্ডোস 10 রেয়াখতে হবে।
  • এবার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য USB কেবেল বা ওইয়াইফাই কানেক্টিভিটি থাকতে হবে।
  • একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে।
  • উইন্ডোস স্টোর থেকে ‘Your Phone’ অ্যাপ টি ডাউনলোড করুন।
  • অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রসফট অ্যাপ ইন্সটল করুন।

এবার এভাবে কম্পিউটার থেকে SMS করা যাবে

  • কম্পিউটারে ‘Your Phone’ অ্যাপ ওপেন করুন।
  • এবার গেট স্টার্টে ক্লিক করুন আর লিঙ্ক ফোন অপশানটি বেছেনিন।
  • এবার এখানে নিজের ফোন নাম্বার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
  • ফোনে SMS লিঙ্ক থেকে ‘ মাইক্রোসফট অ্যাপ’ ইন্সটল করুন।
  • ‘মাইক্রো সফট’ অ্যাপ ওপেন করে ‘গেট স্টার্ট’ এ ক্লিক করে পেয়ার করুন।
  • কম্পিউটারে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্ট থেকে লগ ইন করুন।
  • এবার সব অনুমতি চাইতে এলে তা অ্যালাও করুন।
  • আর এবার কম্পিউটারের স্টার্ট বটন ক্লিক করে ‘মেসেজ’ য়ে গিয়ে SMS সেন্ড আর রিসিভ করা যাবে।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo