আপনারা এভাবে বাড়িতে বসেই অনলাইনে ভোটার আইডি কার্ড বানাতে পারবেন

আপনারা এভাবে বাড়িতে বসেই অনলাইনে ভোটার আইডি কার্ড বানাতে পারবেন
HIGHLIGHTS

এক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্টও আপলোড করতে হবে, যেমন স্ক্যান্ড ছবি, বয়সের প্রমান পত্র আর ঠিকানার প্রমান

যদি এখনও আপনার ভোটার কার্ড লম্বা লাইনের ভয়ে না বানানো হয়ে তাহকে তবে আজকে আমরা আপনাদের জন্য একটি ভাল খবর নিয়ে এসেছি।আসলে আপনারা এখন বাড়িতে বসেও ভোটার আইডি কার্ড অনলাইনে বানাতে পারবেন। আর এর জন্য আমরা আপনাদের কিছু সহজস্টেপ নিচে বলছি। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

  • প্রথমে আপনাদের ইলেকশান কমিশানের ওয়েবসাইট http://www.nvsp.in য়ে যেতে হবে।
  • আর এবার আপনাদের রেজিস্ট্রেশান ফর নিউ ভোটার আইডি কার্ড অপশানে ক্লিক করতে হবে।
  • আর এবার আপনাদের সামনে ফর্ম 6 ওপেন হবে, আর এই  ফর্মটি আপনাদের ফিলআপ করতে হবে। এখানে আপনারা ভাষার অপশানে আপনারা আপনাদের পছন্দের ভাষা বাছতে পারবেন। আর এবার ফর্ম ফিলআপ করুন। ফর্ম সাবধানে ফিলআপ করবেন কারন এখানে যা লিখবেন তাই আপনার ভোটার আইডি কার্ডে দেখা  যাবে।
  • এখানে আপনাদের কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন- ছবির স্ক্যান্ড কপি, বয়সের প্রমান পত্র, আর ঠিকানারা প্রমান।
  • আপনাদের অ্যাপালাই করার পরে ইলেকশান কমিশানের অফিসার আপনারা ডকুমেন্ট দেখবেন।
  • আর যদি সব কিছু ঠিক থাকে তবে 1 মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে পোস্ট করে দেওয়া হবে।  
Digit.in
Logo
Digit.in
Logo