আপনার আধার কার্ড অন্য কোথাউ ব্যাবহার হয়েছে কিনা এভাবে জানুন!

Updated on 11-Sep-2018
HIGHLIGHTS

আধার প্রত্যেকের নিজস্ব একটি নম্বর আপনাদের আধার নম্বর অন্য কোথাউ ব্যাবহার হয়েছে জানলে তা UIDAI য়ের সাইটে গিয়ে অভিযোগ জানানো যাবে

আধারের তথ্য লিক হওয়ার অনেক ঘটনা আমাদের সামনে এর মধ্যে চলে এসেছে। আর আমরা সবাই আমাদের আধার আর তার তথ্য নিয়ে প্রায় সব সময়ই চিন্তায় থাকি। তবে আধারের সিকিউরিটির বিষয়ে UIDAI (ইউনিক আইডিন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া) জানিয়েছে যে আধারের তথ্য সুরক্ষিত তা আমদের জানিয়েছে। তবে আধার বিষয়ে সব কিছুর জন্যই এই সংস্থা দায়ি থাকে আর আপনারা নিশ্চই জানেন যে অনেক সময়ে আধার লিক হওয়ার ভয় থেকেই যায়। কেমন হয় যদি আপনারা জানতে পারেন যে আপনাদের আধার কোথাউ ব্যাবহার হয়েছে কিনা বা হলেও কোথায় হয়েছে।

আপনারা নিজেরাই হয়ত অনেক সময়ে অনেক জায়গায় নিজের প্রমান পত্র হিসাবে আধার ব্যাবহার করেছেন আর আপনাদের নিজেদের ব্যাক্তিগত তথ্যর সুরক্ষার বিষয়ে আপনারা নিশ্চিত হতে চান। আসুন তবে আজকে আমরা আপনাদের বলব যে কি করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আধার গত 6 মাসে কোথাউ ব্যাবহার করা হয়েছে কিনা। আপনারা যদি দেখেন যে অন্য কোথাউ আপনার আধার ডিটেল ব্যাবহার করা হয়েছে তবে আপনারা UIDAI য়ের ওয়েবসাইটে আপনাদের অভিযোগ জানাতে পারবেন।

আসুন দেখা যাক যে কি করে দেখবেন যে আপনার আধার কার্ড অন্য কোথাউ ব্যাবহার করা হয়েছে কিনা!

  • প্রথমে UIDAI য়ের ওয়েবসাইটে যান সেখানে গিয়ে https://resident.uidai.gov.in/notification-aadhar য়ে যান।
  • আর এপার সেখানে আপনার ইউনিক 12 সংখ্যার আধার নম্বরটি দিন আর সেখান দেওয়া সিকিউরিটি কোড দিন।
  • এবার সেখানে ‘জেনারেট OTP’ অপশানে ক্লিক করুন।
  • আর এবার আপনারা আপনাদের রেজিস্টার্ড মোবাইলে একটি OTP পাবেন।
  • আর এবার এই OTP যে পেজটি ওপেন হবে সেখানে দিন আর ডাটা রেঞ্জ, নাম্বার অফ রেকর্ড (সর্বাধিক 50 টি রেকর্ড) আর OTP দন। আর এবার এখানে আপনাকে আপনাকে আপনার অথেন্টিকেশান টাইপ সার্চ করতে হবে আর ডেটের রেঞ্জ দিতে হবে। আর এখানে আপ্ন্রা 6 মসের ডিউরেশেনের তথ্য পাবেন। আর এবার এখানে OTP দিন।
  • আর এবার আপনারা আধারের ডেট, টাইম ইত্যাদি দেখতে পাবেন। এই পেজটি আপনাদের আধার গত 6 মাসে অন্য কোথাউ ব্যাবহার করা হয়েছে কিনা তা জানতে পারবেন।
Connect On :