আপনিও এভাবে কেরালার বন্যাদুর্গতদের সাহায্য করতে পারবেন
শতাব্দীর ভয়াবহ বন্যায় আক্রান্ত কেরলা, এর মধ্যে মৃতের সংখ্যা শতাধিক ক্ষতিগ্রস্ত অসংখ্য
কেরালার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকারা ধারন করেছে। এর মধ্যে মৃতের সংখ্যা শতাধিকের বেশি। কেরালার মুখ্যমন্ত্রী Pinrayi VIjayan একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তৃত জানিয়েছেন। পাথানামাত্থি, এর্নাকুলাম, আলাপুজা আর ত্রিসুর এই চারটি জেলার অবস্থা সব থেকে খারাপ আর এছাড়া ১৪টি জেল্যা রেড অ্যালার্ট জারি হয়েছে। সমস্ত নদীর জল বিপদসীমার অনেক ওপর দিয়ে বইছে আর এর মধ্যেও বৃষ্টিপাতের কোন বিরাম নেই।
ক্ষতিগ্রস্ত জেলার মানুষদের বিভিন্ন শিবিরে নিয়ে জাওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন সংস্থা NGO সবাই কেরালার বন্যাদুর্গতদের পাসে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্র ও রাজ্য সরকার বন্যাদুর্গতদের পাসে থাকার জন্য বিভিন্ন কাজ করছে। আর এর মধ্যে গুগলও একটি এমার্জেন্সি হেল্পলাইন নম্বরের ব্যাবস্থা করেছে যাতে এই সব মানুষদের সঙ্গে যোগাযোগ করা যায়, গুগলের পিপল ট্র্যাকারও কেরালায় কাজ করছে। আর এর সঙ্গে ভারতীয় সেনার 16টি টিম, নেভির 42টি টিম আর NDRF য়ের 28 টি টিম কাজ শুরু করে দিয়েছে। আর এর সঙ্গে অন্যান্য সংস্থা গুলির কাজও শুরু হয়েগেছে।
বিভিন্ন রাজ্য আর অনেক মানুষই এই সবের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হতে চাইছেন, পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ছাত্র সংগঠনও সাধারন মানুষও টাকা, জামা কাপড় সহ একাধিক জিনিস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এই সব হলেও এখনও অনেক কাজ বাক্মি। আর আপনিও যদি চান তবে এই ত্রানে অংশ গ্রহণ করতে পারেন। কি করে আজকে আমারা আপনাদের এখানে সে কথাও বলব।
কেরালার সাহায্যের জন্য এই জিনিস গুলি প্রয়োজন
১। থালা বাটি সহ রান্নার একাধিক জিনিস
২। সাধারন বাড়ির জিনিস (টেবিল চেয়ার ইত্যাদি)
৩। চাল, ডাল রাখার জন্য বিভিন্ন কন্টেনার
৪। জুতো
৫। মাগ, বালতি
এই সব আপনারা এভাবে পাঠাতে পারবেনঃ Control Room, Collectorate, Kannur – 670002, Phone no. 9446682300, 04972700645
এর সঙ্গে এই সবও
আপনারা District Collector Idukki, Idukki Collectorate, Painavu P O, Kuyilimala, Idukki, PIN – 685603. য়ের মাধ্যমেও জিনিস পাঠাতে পারবেন।
এর সঙ্গে কেরালার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলেও টাকা পাঠাতে পারবেন চেক বা DD র মাধ্যমে
The Principal Secretary (Finance) Treasurer,
Chief Minister’s Distress Relief Fund,
Secretariat,
Thiruvananthapuram – 695001
অন লাইন ডোনেশানের জন্য
Account number: 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFS Code: SBIN0070028
PAN: AAAGD0584M
Name of Donee: CMDRF
এর সঙ্গে আপনারা UPI বা QR কোডের মাধ্যমে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক বা ফেডারাল ব্যাঙ্ক বা SBI য়ের মাধ্যমে ডোনেশান পাঠাতে পারবেন।