digit zero1 awards

নতুন গাড়ি কেনার পরিকল্পনা আছে? নজর রাখুন এই গাড়িগুলোতে, মিলতে পারে ব্যাপক ছাড়

নতুন গাড়ি কেনার পরিকল্পনা আছে? নজর রাখুন এই গাড়িগুলোতে, মিলতে পারে ব্যাপক ছাড়
HIGHLIGHTS

নতুন গাড়ি কিনতে চাইলে সব দিক আগে বিবেচনা করে নেবেন

চলতি মাসেই একাধিক গাড়ির উপর মিলছে ছাড়

তালিকায় আছে টাটা টিয়াগো, হুন্ডাই স্যান্ট্রো, ইত্যাদি

নতুন গাড়ি কেনার কথা ভাবছেন নাকি? পরিকল্পনা আছে? তাহলে গাড়ি কেনার আগে অবশ্যই কোন গাড়ির উপর কত ছাড় মিলছে সেটা দেখে নিন। নভেম্বরে একাধিক বিখ্যাত গাড়ির মডেলের উপর ব্যাপক ছাড় মিলছে। এই অফারে গাড়ি কিনলে আপনার অনেক টাকা কিন্তু বাঁচতে পারে। দেখুন কোন গাড়ির উপর কত ছাড় মিলছে।

Tata Tiago

এই গাড়িতে গ্রাহকরা মোট 30,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর মধ্যে গ্রাহকরা 20,000 টাকার কাস্টমার স্কিম এবং 10,000 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন।

Hyundai Santro

15,000 টাকার ছাড় পেয়ে যাবেন এখন এই গাড়ির উপর। Hyundai তাদের গ্রাহকদের জন্য এই ছাড় দিচ্ছে। এছাড়া অতিরিক্ত 10,000 টাকার এক্সচেঞ্জ অফার মিলবে এই গাড়ি কিনলে। অতিরিক্ত 3,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট পেতে পারেন। অর্থাৎ, মোট 28,000 টাকার মতো ছাড় পেতে পারেন এই গাড়িতে।

Car

Mahindra Bolero

এটি একটি 7 সিটার গাড়ি। আপনি এই গাড়ির কোন মডেল কিনছেন তার উপর নির্ভর করে এই গাড়ির উপর 6,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন। সঙ্গে 10,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। এছাড়া আরও 8,500 টাকার ছাড় পাবেন অন্যান্য ক্ষেত্রে। ফলে কম বেশি 25,000 টাকার ছাড় পেয়ে যাবেন এই গাড়ির উপর।

Tata Tigor

এই গাড়ি কিনলে গ্রাহকরা এখন 35,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, এর মধ্যে কাস্টমার স্কিমে 20,000 টাকা, এবং এক্সচেঞ্জ অফারে 15,000 টাকার ছাড় পাবেন।

Hyundai Aura

এই গাড়ির উপর পেতে পারেন 25,000 টাকার ছাড়। সঙ্গে 3,000 টাকার কর্পোরেট ছাড় আছে, আর এক্সচেঞ্জ অফার তো আছেই, যেখানে 10,000 টাকার ছাড় মিলবে। ফলে সব মিলিয়ে আপনি 38,000 টাকার ছাড় তো পেয়েই যাবেন।

Tata Tiago

Tata Safari

60,000, হ্যাঁ ঠিক এতটা পরিমাণ ছাড় পেয়ে যাবেন এই গাড়িতে! এই SUV গাড়ির কোন মডেল কিনছেন তার উপর নির্ভর করে 30,000 টাকা অবধি কনজিউমার স্কিম এবং 30,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলবে।

Mahindra XUV 300

62 থেকে 68,000টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে এই গাড়িতে! এই গাড়ির পেট্রোল ভ্যারিয়েন্টটির উপর 29,000 টাকার ছাড় এবং ডিজেল ভ্যারিয়েন্টটির উপর 23,000 টাকার ছাড় মিলছে। এছাড়া 10,000 টাকার অন্যান্য ছাড় এবং 25,000 টাকার এক্সচেঞ্জ অফার রয়েছে এই গাড়িতে। এছাড়াও 4,000টাকার ছাড় রয়েছে কর্পোরেট বোনাস হিসেবে।

Grand i10 Nios

এই গাড়ি কিনলে গ্রাহকরা পাবেন 3,500 টাকার ছাড়, সঙ্গে 10,000 টাকার এক্সচেঞ্জ অফার। উপর পাওনা হিসেবে। 3,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট মিলব। এই গাড়ির কোন ভ্যারিয়েন্ট কিনছেন সেটার উপর নির্ভর করে আপনি কম বেশি 48,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

Tata Harrier

এই গাড়িতে 30,000 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন, সঙ্গে কাজিরাঙ্গা এবং জেট মডেল কিনলে কাস্টমার স্কিমে মিলবে 30,000 টাকার ছাড়। ফলে এই গাড়িতেও 60,000টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo