আপনার আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা তা এভাবে বাড়িতে বসে সহজেই জানুন

আপনার আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা তা এভাবে বাড়িতে বসে সহজেই জানুন
HIGHLIGHTS

এই সংযুক্তিকরনের সময়সীমা বাড়িয়ে এই বছরের ৩১ মার্চ করা হয়েছে

এখন আধার কার্ড থাকা আর আধারকার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যুক্ত করা বাধ্যতামুল করা হয়েছে। কিছু দিন আগে অব্দি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরনের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০১৭। তবে সম্প্রতি এই সংযুক্তিকরনের সময়সীমা বাড়িয়ে এই বছরের ৩১ মার্চ করা হয়েছে। আর যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তাদের জন্যও আধার সংযুক্তিকরন বাধ্যতামূলক করা হয়েছে।

আরও দেখুনঃ এই পাওয়ারব্যাঙ্কগুলির ওপর ফ্লিপকার্ট ডিস্কাউন্ট দিচ্ছে

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করার বিষয়ে মেসেজ আপনার কাছেও হয়ত আসছে। তবে সারা দিনের কাজের শেষে বাঙ্কে গিয়ে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়েছে কিনা তা দেখা সম্ভব হয়না। তাই আপনি হয়ত ভাবছেন যে আপনার জমা দেওয়া তথ্যর সঙ্গে আধার নম্বর জমা দিলেও তা কি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আর চিন্তা করবেন না এবার আপনি সহজেই বাড়িতে বসেই দেখতে পারবেন যে আপনার আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে কিনা। আর তার জন্য আপনাদের নিচে দেওয়া কিছু স্টেপ ফলো করতে হবে। তবে আসুন দেখে নেওয়া যাক কি করে এটি দেখবেন।

স্টেপ ওয়ানঃ আধারের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যান

স্টেপ টুঃ এবার 'Check Aadhaar & Bank Account Linking Status'এ ক্লিক করুন

স্টেপ থ্রিঃ এবার আপনাকে আদাহ্র নম্বর আর সিকিরিটি কোড দিতে হবে

স্টেপ ফোরঃ আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে

স্টেপ ফাইভঃ ওটিপি দিয়ে লগ ইন করুন

আপনি যদি মোবাইল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত আছে কিনা তা দেখতে চান তবে এই স্টেপ গুলি ফলো করুন

স্টেপ ওয়ানঃ *99*99*1# ডায়াল করুন (এর জন্য ৫০ পয়সা আপনার ফোন ব্যালেন্স থেকে কাটা হবে)

স্টেপ টুঃ আবার ১২ সংখ্যার আধার নম্বরটি দিন

স্টেপ থ্রিঃ আধার নম্বর দেওয়ার পরে কনফার্মেশান চাওয়া হবে, সব তথ্য ভাল করে দেখে তা কনফার্ম করুন

স্টেপ ফোরঃ এবার কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত হয়েছে তা দেখা যাবে

তবে আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে এভাবে লেটেস্ট কোন ব্যাঙ্কের সঙ্গে আধার যুক্ত হয়েছে তা দেখা যাবে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকলে তা ব্যাঙ্কে গিয়েই খোঁজ নিতে হবে। আর আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকলে এভাবে এই বিষয়টি দেখা যাবেনা।

সোর্সঃ

Digit.in
Logo
Digit.in
Logo