digit zero1 awards

এভাবে অনলাইনে নিজের প্যান কার্ডের নাম আর অন্যান্য ডিটেল আপডেট করুন

এভাবে অনলাইনে  নিজের প্যান কার্ডের নাম আর অন্যান্য ডিটেল আপডেট করুন
HIGHLIGHTS

যে স্টেপ গুলি বলা হয়েছে তা সঠিক ভাবে ফলো করলে বাড়িতে বসে সহজেই অনলাইনে নিজের প্যান কার্ডের তথ্য পরিবর্তন করতে পারবেন

অনলাইনে প্যানকার্ডের জন্য অ্যাপলাই করা কোন ঝামেলার বিষয় নয়। আর শুধু তাই না আপনার প্যানকার্ডের নামে যদি কোণ ভুল থাকে আর আপনি সেই নাম ঠিক করতে চান বা অন্য কোন তথ্য প্যান কার্ডের চেঞ্জ করতে চান তবে তার জন্যও এখন আর বেশি চিন্তার ব্যাপার নেই। কারন এই সবই আপনারা অনলাইনে করতে পারবেন।

আমরা আজকে আমাদের এই আর্টিকেলে আপনাদের সেই উপায়টিই জানাব। নিচে যে স্টেপ গুলি বলা হয়েছে তা সঠিক ভাবে ফলো করলে বাড়িতে বসে সহজেই অনলাইনে নিজের প্যান কার্ডের তথ্য পরিবর্তন করতে পারবেন।

কী করে অনলাইনে প্যান কার্ডের নাম পরিবর্তন করবেন

  • যদি আপনার প্যান কার্ডে আপনার নাম ভুল থাকে বা নামের বানানে কোন ভুল থাকে তবে তা এভাবে সহজেই তা পরিবর্তন করতে পারবেন। আর এর জন্য আপনাদের ই KYC দিতে হবে যাতে আপনার আধার কার্ডও থাকবে। আর তাই আপনার নামও আধার কার্ডে তাই থকাতে হবে যা প্যান কার্ডে চান।
  • আপনি এও দেখাতে পারেন যে আপনার নামের বানানে কোন ভুল আছে।
  • প্যান কার্ডে ডিটেল দেওয়ার জন্য যে ডকুমেন্ট গুলি দরকার হবে
  • প্যান কার্ডের বিষয়ে যে সব ডকুমেন্ট লাগবে তা হল।
  • আপনার ছবি
  • রেশন কার্ড বা অন্য আইডি যাতে ছবি আছে
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • আধার কার্ড
  • সেন্ট্রাল ব্যাঙ্কের ইস্যু করা বা রাজ্য সরকারের ইস্যু করা বা পাবলিক আন্ডারটেকিংয়ের ইস্যু করা আইডেন্টিটি কার্ড।

কী করে অনলাইনে প্যানকার্ডের তথ্য বদলাবার জন্য অ্যাপলাই করবেন

  • আপনারা NSDL আর UTITSL য়ের ওয়েবসাইটে গিয়ে প্যানকার্ডে যা বদলাতে চান তা বদলাতে পারবেন।
  • প্রথমে NDSL ওয়েবসাইটে যান। আর সেখানে অ্যাপলিকেশান টাইপে ক্লিক করুন আর সেখানে চেঞ্জ বা কারেকশান ইন এক্সসিস্টিং প্যান ডাটা/ রিপ্রিন্ট প্যানকার্ড ( বর্তমান প্যান ডেটে কোন পরিবর্তন হবেনা)। আর এবার সেখানে দরকারি তথ্য ফিলআপ করুন।
  • এবার প্যান ডকুমেন্টে ই KYC দিন।
  • এবার নিজের ব্যাক্তিগত ডাটা দিন।
  • ভাল করে দেখেনিন যে, যে সব ডিটেল দেওয়া হয়েছে তা ঠিক আছে কিনা।
  • এবার eKYC ফিল করুন আর আপলোড করে প্রসেসে ক্লিক করুন।
  • আর এবার অবনালিন পেমেন্ট সহ ফি দেখানো হবে। আর এর কস্ট 120 টাকা মতন হবে। আর ভারতের বাইরের ভারতীয়দের এই খরচ 1,040 টাকা হবে।
  • এবার নিজের পেমেন্ট ডিটেল দিন আর পেমেন্ট প্রসেস শেষ করুন। আর কন্টিনিউতে ক্লিক করুন।
  • এবার আপনাদের একটি অথিন্টিকেটেড আধার কার্ডের ডিটেল দিতে হবে।
  • আপনার কোন ব্যাক্তিগত তথ্য যদি ম্যাচ করে যায় তবে তার পরে কন্টিনিউতে ক্লিক করুন আর ই KYC দিন।
  • এবার চেক বক্সে ক্লিক করুন আর OTP আসবে।
  • আর এবার OTP দিয়ে সাবমিট করুন।
  • আর এবার আপনারা একটি পেজে যাবেন আর সেখানে গিয়ে সেই ফর্ম সাবমিট করুন। আর এই PDF ফর্মটি ডাউনলোড করুন আর সেভ করে রাখুন। আর ইমেলের মাধ্যমে একটি অ্যাকনলেজমেন্টও পাবেন।

আর এভাবে আপনারা অনলাইনে নিজেদের প্যান কার্ডের তথ্য বদলাতে পারবেন।
 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo