বাইক কিনতে চান? এদিকে বাজেট বেশি নয়? 30,000-এর মধ্যে কিছু সস্তার মোটরবাইক দেখুন

Updated on 18-Feb-2023
HIGHLIGHTS

ভারতে এখন একাধিক বাইক পাওয়া যায় 30,000 টাকার মধ্যে

আপনি চাইলে এখন Hero Xtreme বা TVS Sport বাইক কিনতে পারবেন এই দামে

এছাড়া Bike Dekho সাইট থেকে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন

অনেকেরই শখ থাকে নিজের একটা চার বা অন্তত পক্ষে দুই চাকার বাহন হবে। আর বাইকের একটা আলাদা মজা থাকে। কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই যে উপায় হয় এমনটা নয় কিন্তু। ছাত্র, আর সবে সবে কাজে ঢুকেছেন যাঁরা তাঁদের অনেককেই সমস্যায় পড়তে হয় এই স্বপ্ন পূরণ করতে গিয়ে। তবে বাইক কেনা এখন মোটেই আহামরি কোনও ব্যাপার নয়

সামান্য সঞ্চয় দিয়েই আপনি এখন বাইক কিন্তু পারবেন। ভারতে এখন এমন অনেক বাইক পাওয়া যায় যার দাম 30,000 টাকার মধ্যে। এর মধ্যে আপনি পেয়ে যাবেন Hero Xtreme বা TVS Sport। এছাড়া Bike Dekho সাইট তো আছেই। এখানে এই রেঞ্জে সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবেন আপনি। দেখে নিন এই দামের মধ্যে আপনি কী কী বাইক পেতে পারবেন। 

Bajaj Discover 150S

এই বাইকটির দাম মাত্র 20,000 টাকায় কেনা যাবে এখন। অফার আছে এটির উপর। এখান একটি ডিস্ক ব্রেক আছে। এখনও পর্যন্ত এই বাইকটি 68,918 কিলোমিটার চলেছে। আপনি এখানে এক লিটার তেল ভরালে 72 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এখানে আছে 144.8 সিসির ইঞ্জিন। 

Yamaha Gladiator RS

20,000 টাকার অফারে এটিও এখন কেনা যাবে। এই বাইকের মাইলেজ হচ্ছে 67 কিলোমিটার প্রতি লিটার। এছাড়া এখানে আছে 123.7 সিসির একটি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই সেকেন্ড হ্যান্ড বাইকটি 56,000 কিলোমিটার চলেছে। গ্রাহকরা এই বাজকে পাবেন ফ্রন্ট ডিস্ক এবং ব্যাক ড্রাম ব্রেক। 

Hero MotoCorp Ignitor 125

আপনার বাজেট যদি 30,000 টাকা হয় তাহলে এই বাইক বাজেটে ফিট করে যাবে। এখানে আছে 124.7 সিসির একটি ইঞ্জিন। এখানে এক লিটারে 50 কিলোমিটারের মাইলেজ পাওয়া যাবে। এখানে ডিস্ক ব্রেক উপলব্ধ আছে। এই সেকেন্ড হ্যান্ড বাইকটি 35,000 কিলোমিটার চলেছে মাত্র। এটি হল 2014 সালের মডেল। 

Bajaj Pulsar 180 ABS

এই বাইকের মডেল 2012 সালে লঞ্চ করেছিল। এখন এই বাইকটি আপনি ডাবল ডিস্ক ব্রেক সহ মাত্র 25,000 টাকায় কিনতে পারবেন। এছাড়া এখানে আছে 178.6 সিসির একটি ইঞ্জিন সহ একটি ABS চ্যানেল। এটি এখনও পর্যন্ত 43,500 কিলোমিটার চলেছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :