Yamaha MT 15-এর আপডেটেড ভার্সন শীঘ্রই লঞ্চ করবে ভারতে

Yamaha MT 15-এর আপডেটেড ভার্সন শীঘ্রই লঞ্চ করবে ভারতে
HIGHLIGHTS

Yamaha MT 15 ভারতে প্রথম লঞ্চ হয়েছিল 2019 সালে

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Yamaha MT 15 V2.0

Yamaha কোম্পানির অনুমোদিত ডিলারশিপ আনঅফিসিয়াল বুকিং নেওয়া শুরু করে দিয়েছে

Yamaha Motor India তাদের MT 15 বাইকের আপডেটেড মডেল দেশে লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। Yamaha MT 15 ভারতে প্রথম লঞ্চ হয়েছিল 2019 সালে, এরপর খুব ছোট-খাটো আপডেটই করা হয়েছিল বাইকটিতে। এবার বড়সড় পরিবর্তনের সাথে জাপানিজ কোম্পানিটি, নতুন রূপে আনতে চলেছে Yamaha MT 15-কে। আপডেটেড বাইকটির নাম দেওয়া হয়েছে Yamaha MT 15 V2.0। ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Yamaha MT 15 V2.0 এবং গাড়িটির আনঅফিসিয়াল বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

Yamaha এর তরফে Yamaha MT 15 বাইকটির অফিসিয়াল লঞ্চের সময় জানানো না হলেও, কোম্পানির অনুমোদিত ডিলারশিপ আনঅফিসিয়াল বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। Yamaha MT 15 V2.0 বুকিং করতে 1,000টাকা থেকে 5,000টাকা পর্যন্ত খরচ হতে পারে। বুকিং এর খরচ নির্ভর করছে ডিলারশিপদের উপর৷ রিপোর্ট অনুসারে, Yamaha MT 15 এই মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাবে।

আপডেটেড Yamaha MT 15

নতুন Yamaha MT 15 V2.0 বাইকে বেশকিছু কসমেটিক এবং হার্ডওয়্যার আপডেট দেখা যাবে বলে জানা গেছে। যেমন- গাড়িটির সামনে USD ফ্রন্ট ফর্ক থাকতে চলেছে। এছাড়াও বাইকটিতে, R15 V4 এর মতো Bluetooth কানেক্টিভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়েল-চ্যানেল ABS থাকতে চলেছে। মোটরসাইকেলটি 5 টি রঙের সাথে পাওয়া যেতে পারে যার মধ্যে আকর্ষণীয় MotoGP এডিশনও থাকতে পারে।

মেকানিক্যালের দিক থেকে বাইকটিতে 155cc, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুল্ড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন থাকতে পারে। Yamaha MT 15 V2.0 এর মোটরটি  10,000 RPM-এ 18.1hp পাওয়ার এবং 7,500 RPM-এ 14.2 Nm পিক টর্ক চার্ন আউট করতে পারবে। মোটরটি একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে জোড়া থাকবে। বাইকটি Yamaha-র Variable Valve Actuation (VVA) টেকনোলজি পেতে চলেছে।

Yamaha MT V2.0 মোটরবাইক মার্কেটে TVS Apache RTR 200 4V এবং Honda Hornet 2.0 এর মতো জনপ্রিয় বাইকগুলির সাথে প্রতিযোগিতা করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo