সাওমি মি অ্যানিভার্সারি সেলঃ Rs. 1 সেল হবে কিছু বাছাই করা সাওমি ডিভাইস
এই সেলে কোম্পানি কিছু বাছাই করা ডিভাইসে ডিস্কাউন্ট দিচ্ছে, আর এর সঙ্গে কিছু ডিস্কাউন্ট কুপন দিচ্ছে
সাওমি 20 আর 21 জুলাই তাদের তৃতীয় অ্যানিভার্সারি সেলের ব্যবস্থা মি.কম একরেছে। এই সেলে কিছু বাছাই করা সাওমি ডিভাইস মাত্র Rs. 1 তে সেলের জন্য পাওয়া যাবে। এর সঙ্গে কোম্পানি কিছু ডিভাইসে ডিস্কাউন্টও দেবে।
এই ফ্ল্যাশ সেলটি 20 আর 21 জুলাই সকাল 11 টায় আর দুপুর 1 টায় হবে। 11 টার সময় হওয়া সেলে কোম্পানি 10টি Redmi 4A মাত্র Rs. 1 তে দেবে, এর দাম Rs. 5,999। আর কোম্পানি 10,000mAh মি পাওয়ার ব্যাঙ্ক 2 এর 25টি ইউনিট আর ওয়াই ফাইয়া রিপিটার 2কে Rs. 1তে দেবে।
আর দুপুর 1 টার সেলে কোম্পানি Redmi 4 2GB’র 10টি ইউনিট মাত্র Rs. 1তে দেবে। এর দাম Rs. 6999। এর সঙ্গে কোম্পানি VR Play এর 25টি ইউনিট আর সেলফি স্টিকের 15টি ইউনিট মাত্র Rs. 1তে দেবে। এই সেলের অংশীদার হতে হলে ইউজারকে কোম্পানির অ্যাপ বা কোম্পানির ওয়েবসাইটে লহ ইন করতে হবে।
এই সেলে Xiaomi Mi Max 2 ও সেলের জন্য পাওয়া যাবে। এই ফোনটি সবে ভারতে লঞ্চ হয়েছিল। এর দাম Rs. 16,999।