Xiaomi আনতে চলেছে একটি নতুন বাজেট ফ্রেন্ডলি ট্যাবলেট। শাওমি Redmi ব্র্যান্ডিংয়ে তরফে এই ট্যাবলেট লঞ্চ করবে বলেই জানা গিয়েছে। আর এই ট্যাবলেটের নাম হবে Redmi Pad। অক্টোবর মাসে এই ট্যাবলেটটিকে গোটা বিশ্ব জুড়ে লঞ্চ করা হবে বলেই জানা গিয়েছে। এমনকি ভারতেও এই Redmi Pad লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। ভারতে অ্যান্ড্রয়েড মার্কেটে Redmi এবং Xiaomi দুই কোম্পানির বিশাল একটা অংশ রয়েছে।
এই সংস্থার তরফে বাজেট ফ্রেন্ডলি যে ট্যাবলেটগুলো আছে বাজারে অন্যান্য সংস্থার, যেমন Realme, Nokia, Oppo এবং Samsung এর সেগুলোকে টক্কর দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 20,000 টাকার নিচে একাধিক অফার দেওয়ার জন্য Redmi ভীষণই বিখ্যাত। ফলে মনে করা হচ্ছে এই Redmi Pad ট্যাবলেটটির দামও তার আশপাশেই হবে।
প্রাইজবাবা, একটি অনলাইন প্রকাশনার রিপোর্ট অনুযায়ী এই Pad তিনটি রঙে বাজারে উপলব্ধ হবে, এই তিনটি রঙ হল গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন এবং মুনলাইট সিলভার। একই সঙ্গে জানা গিয়েছে যে এই Padটিতে দেওয়া হবে দুটি স্টোরেজ এবং RAM ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্ট দুটি হল, 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ ও 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই কোম্পানির তরফে বলা হয়েছে যে তারা প্রিমিয়াম Xiaomi Pad 5 ট্যাবলেট বিক্রি করতে কোনও খামতি রাখবে না, ফলে 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ সেটা ভারতে আনা হবে জানা গিয়েছে।
অন্যদিকে কুয়েতের Xiaomiর যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানের তরফে একটি পোস্ট করা হয়েছে। আর সেই পোস্টে বলা হয়েছে Redmi Pad এর ডিজাইনের কথা। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের রিয়ার প্যানেলে কালো ক্যামেরা মডিউল আছে, এমনটাই জানা গিয়েছে MySmartPrice এর একটি স্ক্রিনশট থেকে। এই ট্যাবলেটে থাকবে 11.2 ইঞ্চির একটি LCD স্ক্রিন যেখানে থাকবে 2K রেজোলিউশন।
এই ফোনটির পারফরমেন্সে সাহায্য করবে MediaTek MT 8781 প্রসেসর। 7800mAh ব্যাটারি থাকবে এই ফোনে যেখানে থাকবে 22.5W ফাস্ট চার্জিং এর সুবিধা। 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে এই ফোনের রিয়ার প্যানেলে। তবে Xiaomi India এই ট্যাবলেট লঞ্চের বিষয়ে এখনও কিছুই জানায়নি। কিন্তু Diwali With Mi Sale এর ঘোষণা করা হয়ে গিয়েছে যেখানে এই স্মার্টফোন এবং ট্যাবলেটের উপর থাকবে দারুন সব অফার।