Xiaomi -এর তরফে কিছুদিন আগে চিনের বাজারে লঞ্চ করা হয়েছে Xiaomi Pad 6 এবং Xiaomi Pad 6 Pro। এই ট্যাবলেট দুটোর সঙ্গে লঞ্চ করা হয় Xiaomi 13 Ultra। চিনে আত্মপ্রকাশ ঘটানোর পর এই চিনা কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের এই ট্যাব এবার ভারতে লঞ্চ করতে চলেছে।
টুইটারে কোম্পানির তরফে এই ট্যাবের লঞ্চ ডেট প্রকাশ্যে আনা হয়েছে। তবে Xiaomi Pad 6 সিরিজের দুটো ট্যাবই দেশের বাজারে আসবে কিনা সেটা এখনও জানা যায়নি।
ট্যাবলেটের বিষয়ে এই টুইটে কোম্পানির তরফে তেমন কোনও তথ্যই দেওয়া হয়নি। শুধু Xiaomi -এর তরফে তাদের অফিসিয়াল Twitter হ্যান্ডেলে জানানো হয়েছে যে Xiaomi Pad 6 আগামী 13 জুন ভারতে লঞ্চ করতে চলেছে। ফলে Xiaomi Pad 6 Pro -ও ভারতে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। সেটা জানার জন্য সকলকেই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: ভারতেই তৈরি হবে ইকো ফ্রেন্ডলি Nothing Phone 2! কীভাবে? দেখুন
Xiaomi Pad 6 ইতিমধ্যেই চিনে লঞ্চ করেছে যেহেতু সেহেতু এই ট্যাবলেটে কী কী ফিচার থাকতে পারে সেটার একটা আন্দাজ পাওয়া গিয়েছে।
1. এই ট্যাবলেটে 11 ইঞ্চির 2.8 K ডিসপ্লে থাকবে সঙ্গে 144 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
2. 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ট্যাবলেটে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
3. এটি পরিচালিত হবে Qualcomm Snapdragon 870 প্রসেসরের সাহায্যে। এখানে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাবে।
4. এই ট্যাবলেট পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে।
5. এখানে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 8840 mAh ব্যাটারি আছে।
6. Wifi, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট, ইত্যাদির সুবিধা পাওয়া যাবে এখানে কানেকটিভিটির জন্য।
আরও পড়ুন: আজ থেকে চালু OnePlus Community Sale, বিক্রি শুরু OnePlus 11 Marble Odyssey-এর, দেখুন ফিচার
চিনে এই ট্যাবলেটের 6 GB RAM যুক্ত মডেলের দাম রাখা হয়েছে 1,999 RMB অর্থাৎ ভারতীয় মূল্যে 23,900 টাকা প্রায়। 2,099 RMB বা 25,100 টাকার মতো দাম পড়বে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের। আর 2,399 RMB বা 29,900 টাকা দাম পড়বে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের।