Xiaomi Pad 5: ভারতে 27 এপ্রিল লঞ্চ হবে কোম্পানির লেটেস্ট Tablet, জানুন কী থাকবে বিশেষ

Xiaomi Pad 5: ভারতে 27 এপ্রিল লঞ্চ হবে কোম্পানির লেটেস্ট Tablet, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

Xiaomi Pad 5 Android 11 এ কাজ করে

Xiaomi Pad 5 এর দাম 6GB RAM + 128GB স্টোরেজের জন্য EUR 349

Xiaomi Pad 5 ভারতে 27 এপ্রিল লঞ্চ করা হবে

Xiaomi Pad 5 India Launch: ভারতে শাওমি Pad 5  শীঘ্রই লঞ্চ হতে পারে। কোম্পানি এই প্যাডের লঞ্চ তারিখ অফিসিয়াল করেছে। বলে দি যে অফিসিয়ালি ভারতে 27 এপ্রিল লঞ্চ করা হবে। কোম্পানি দীর্ঘদিন পর তাদের ট্যাবলেট বাজারে আনছে। এই ট্যাবলেটটি কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12 Pro-এর পাশাপাশি লঞ্চ হবে।

Xiaomi-এর এই ট্যাবলেটটি ইতিমধ্যেই চিন এবং বিশ্ব বাজারে পাওয়া যাচ্ছে। এখন এটি ভারতে চালু করা হবে। বিশ্বব্যাপী, Xiaomi Pad 5 এর দাম 6GB RAM + 128GB স্টোরেজের জন্য EUR 349 যা প্রায় 30,300 টাকা হবে। এটি কসমিক গ্রে এবং পার্ল হোয়াইট রঙের অপশনে পাওয়া যাবে। ভারতে এর দাম এর এর কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi Pad 5 এর ফিচার সম্পর্কে কথা বললে, এটি Android 11 এ কাজ করে। এর রিফ্রেশ রেট 120Hz হবে। এর রিফ্রেশ রেট হবে 120Hz। এর স্ক্রিন টু বডি রেশিও 16:10। এতে একটি 11-ইঞ্চি WQHD + TrueTone ডিসপ্লে থাকবে। এছাড়াও ডলবি ভিশন এবং HDR10 এর সাপোর্ট দেওয়া হবে। এটি Qualcomm Snapdragon 860 প্রসেসরে কাজ করে।

ডিভাইসে 8720mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চিনা কোম্পানি দাবি করেছে যে Xiaomi Pad 5 10 ঘন্টা পর্যন্ত গেমিং, 16 ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং 5 দিনের মিউজিক প্লেব্যাক অফার করতে পারে। এটি মাল্টিটাস্কিংয়ের জন্য ফেস আনলক ফিচার এবং স্প্লিট-স্ক্রিন সাপোর্ট করে।

ক্যামেরার কথা বলতে গেলে ফোনে 13MP ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এতে LED ফ্ল্যাশও থাকবে। এছাড়াও, একটি 8MP সেলফি ক্যামেরাও দেওয়া হবে। এটি 1080p পর্যন্ত সাপোর্ট করে। এই ট্যাবলেটিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটি স্পিকার রয়েছে। কানেক্টিভিটি অপশনের মধ্যে Wi-Fi, USB Type-C পোর্ট এবং আরও অনেক কিছু রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo