অফিসিয়ালি সাওমি MIUI 10’র ডেভলাপমেন্ট শুরু করে দিয়েছে

Updated on 24-Jan-2018
HIGHLIGHTS

এই বছর মিটিং এ সাওমি তাদের ডেভলাপমেন্ট প্রোগ্রামের বিষয়ে কথা বলছে যাতে তারা এটি আরও ভাল করা সম্ভব

কিছু দিন আগে সাওমি তাদের 40টি ডিভাইসের নাম ঘোষনা করেছিল যা খুব তাড়াতাড়ি MIUI 9 এর আপডেট পাবে। আর এবার কোম্পানি চিনে অনুষ্ঠিত তাদের বার্ষিক MIUI অ্যাসেম্বলি মিটিং এ অফিসিয়ালি MIUI 10 এর ডেভেলাপমেন্ট শুরু করার কথা ঘোষনা করেছে। তবে আপনাদের বলে রাখি যে এই মিটিং এ সাওমি তাদের ডেভলাপমেন্ট প্রোগ্রামের বিষয়ে বলেছে যে এটি আরও বেশি ভাল বানানো হবে।  আজকের Amazon গ্রেট ইন্ডিয়ান সেলের শেষ দিনে এই স্মার্টফোন গুলির ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই বাৎসরিক বৈঠকে সাওমির কো ফাইন্ডার বিপি গাং ফেং পরবর্তী প্রজন্মের MIUI 10 ডেভলাপমেন্ট প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এই নতুন ডেভলাপমেন্ট প্রোগ্রামের মাধ্যেম কোম্পানি তাদের সফটোয়্যারকে আরও ভাল বানানোর উদ্দেশ্যে কাজ করবে।

আপনাদের বলে দি যে, এই বছর MIUI 9 ইউজার্সদের বেশ কিছু ভাল ফিচার দেয়। এর মধ্যে স্প্লিট স্ক্রিন, Mi ভিডিও অ্যাপ, সহজে ব্যবহার করা যায় এমন ইমেজ এডিটারের মতন ফিচার্স আছে।

কোম্পানি এই বছর MIUI 10এর মাধ্যমে ইউজার্সদের মেশিন লার্নিং আর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতন ফিচার্স দিতে চায়। এই কথাটি একটি রিপোর্টে বলা হয়েছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ

Connect On :