ভারতে তৈরি সাওমির 20,000mAh এর ব্যাটারি যুক্ত পাওয়ার ব্যাঙ্কটি এবার আপনি অ্যামাজন আর ফ্লিপকার্টে কিনতে পারবেন

Updated on 08-Mar-2018
HIGHLIGHTS

Xiaomi Mi Power Bank 2i য়ের থেকে কম শক্তিশালী ডিভাইস যেমন বকুটুথ হেডসেট আর ফিটনেস ব্যান্ডও চার্জ করা যেতে পারে

সাওমি ভারতে তৈরি Mi Power Bank 2iকে ভারতে গত বছর নভেম্বর মাসে লঞ্চ করেছিল। এই ডিভাইসটি 10,000mAh আর 20,000mAh ব্যাটারি যুক্ত। এদের দাম যথাক্রমে 799টাকা আর 1,499টাকা।.

আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে এল কিছু অসাধারন অফার

প্রথম দিকে এই দুটি পাওয়ার ব্যাঙ্ক কোম্পানির ওফিসিয়াল ওয়েবসাইট Mi Home স্টোরে কিনতে পাওয়া যাচ্ছিল। আর এবার এই দুটি পাওয়ার ব্যাঙ্ক অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট আর অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। কোম্পানি এই বিষয়ে টুইট করে জানিয়েছে।

https://twitter.com/XiaomiIndia/status/971603920354185216?ref_src=twsrc%5Etfw

এই পাওয়ার ব্যাঙ্কটিতে ডুয়াল USB আউটপুট আর দু দিকে কুইক চার্জিং এর সাপোর্ট আছে। এতে 9 টি লেয়ারের সার্কিট চিপ আছে যা এর টেম্পারেচার রেজিস্টেন্স বানানোর সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট থেকেও রখা করে। 

Connect On :