Xiaomi Mi Pad 3 6600mAh ব্যাটারি আর হেক্সা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ হল
এটি শ্যাম্পেন গোল্ড কালারে পাওয়া যাচ্ছে
বেশ কিছু সময় ধরেই Xiaomi Mi Pad 3 এর ব্যাপারে বেশ কিছু লিক খবর সামনে আসছিল. এবার Xiaomi বহুপ্রতিক্ষিত Xiaomi Mi Pad 3 চিনে লঞ্চ করে দিয়েছে.
এই ডিভাইসের দাম 1499 ইউয়ান রাখা হয়ছে অর্থাত প্রায় Rs. 14,১৩৯. এই ডিভাইসে ফুল মেটাল ইউনিবডি ডিজাইন আছে. এই ডিভাইসে 7.9 ইঞ্চি ডিসপ্লে আছে যাতে 2048 x 1536p র রেজিলউশন আছে.
এই ডিভাইসটি হেক্সা কোর 2.1GHz মিডিয়াটেক MT8176 প্রসেসার যুক্ত. এই ডিভাইসে 6600mAh র মতন শক্তিশালী ব্যাটারি আছে যা 5V/2A ফাস্ট চার্জিং সাপোর্ট করে. এটি 12 ঘন্টা লোকাল ভিডিও টাইম আর 867 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম দেয়.
Xiaomi Mi Pad 3 তে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সাল আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সাল. এছাড়া কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 4.1, GPS আর মাইক্রো USB পোর্ট আছে.
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile