Xiaomi Mi Pad 3 6600mAh ব্যাটারি আর হেক্সা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ হল

Xiaomi Mi Pad 3 6600mAh ব্যাটারি আর হেক্সা কোর প্রসেসারের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এটি শ্যাম্পেন গোল্ড কালারে পাওয়া যাচ্ছে

বেশ কিছু সময় ধরেই Xiaomi Mi Pad 3 এর ব্যাপারে বেশ কিছু লিক খবর সামনে আসছিল. এবার Xiaomi বহুপ্রতিক্ষিত Xiaomi Mi Pad 3 চিনে লঞ্চ করে দিয়েছে.

এই ডিভাইসের দাম 1499 ইউয়ান রাখা হয়ছে অর্থাত প্রায় Rs. 14,১৩৯. এই ডিভাইসে ফুল মেটাল ইউনিবডি ডিজাইন আছে. এই ডিভাইসে 7.9 ইঞ্চি ডিসপ্লে আছে যাতে 2048 x 1536p র রেজিলউশন আছে.

এই ডিভাইসটি হেক্সা কোর 2.1GHz মিডিয়াটেক MT8176 প্রসেসার যুক্ত. এই ডিভাইসে 6600mAh র মতন শক্তিশালী ব্যাটারি আছে যা 5V/2A ফাস্ট চার্জিং সাপোর্ট করে. এটি 12 ঘন্টা লোকাল ভিডিও টাইম আর 867 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম দেয়.  

Xiaomi Mi Pad 3 তে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই ডিভাইসের প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সাল আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সাল. এছাড়া কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 4.1, GPS আর মাইক্রো USB পোর্ট আছে.

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo