Mi Power Bank 2i দুটি ক্যাপাসিটি 10000mAh আর 20000mAh যুক্ত আর এদের দাম যথাক্রমে Rs 799 আর Rs 1,499
সাওমি ভারতে Mi Power Bank 2i লঞ্চ করেছে যার ক্যাপাসিটি 10000mAh আর 20000mAh। কোম্পানি জানিয়েছে যে এই পাওয়ার ব্যাঙ্ক দুটি বিশেষ ভাবে ভারতের জন্য বানানো হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্ক দুটি Hipad এর সঙ্গে পার্টনার্শিপের প্রথম প্রোজেক্ট এটি একটি নয়ডার কোম্পানি। 10000mAh Mi Power Bank 2i এর দাম Rs 799 আর 20000mAh ক্যাপাসিটি যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs 1,499 আর এই পাওয়া ব্যাঙ্কটি ২৩ নভেম্বর থেকে অনলাইন রিটেলে পাওয়া যাবে। আর ডিসেম্বর মাস থেকে এটি অফলাইনে কিনতে পাওয়া যাবে।
এই পাওয়ারব্যাঙ্কটি ডুয়াল USB আউটপুট সাপোর্ট করে। 20000mAh এর ক্যাপাসিটি যুক্ত পাওয়ার ব্যাঙ্কটি সিঙ্গেল USB পোর্ট সাপোর্ট করে। যা কুইক চার্জিং 3.0 সাপোর্ট করে। 20000mAh এর পাওয়াব্যাঙ্কটির একটি অন্য ডিজাইনের সঙ্গে আস্তে পারে। আর সেখানে 10000mAh পাওয়ার ব্যাঙ্কটি অ্যালুমিনিয়াম ফয়েল কেসে পাওয়া যায়।
এই 10000mAh আর 20000mAh Mi Power Bank 2iটির ক্যাপাসিটি হল যথাক্রমে 6500mAh আর 13000mAh। 10000mAh পাওয়ারব্যাঙ্কটি 85 শতাংশ কনভার্সান রেটের সঙ্গে 5V/2A, 9V/2A আর 12V/1.5A চার্জিং সাপোর্ট করে আর সেখানে 20000mAh পাওয়ারব্যাঙ্কটি 93 শতাংশ কনভার্শান রেটের সঙ্গে 5V/2.4A, 9V/2A আর 12V/1.5A চার্জিং সাপোর্ট করে।
এছারা এই নতুন পাওয়ারব্যাঙ্কটিতে থাকা পাওয়ার বটনটি দুবার প্রেস করলে “লে-পাওয়ার মোড” অ্যাক্টিভেট হয়ে যায়, যা Mi Band আর Mi ব্লুটুথ হেডসেট ইত্যাদির সঙ্গে চার্জ করা যেতে পারে।