এবার XIAOMI FM রেডিও যুক্ত একটি পাওয়ারব্যাঙ্ক চিনে লঞ্চ করেছে

এবার XIAOMI FM রেডিও যুক্ত একটি পাওয়ারব্যাঙ্ক চিনে লঞ্চ করেছে
HIGHLIGHTS

শাওমি এটি চিনে লঞ্চ করেছে

এর দাম RMB 138( Rs 1,408)

এতে আছে একটি 10,000mAh য়ের ব্যাটারি

আমরা জানি যে ভারতের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি শাওমি আদতে শুধু স্মার্টফোনই লঞ্চ করে না। তাদের তৈরি টিভি থেকে অন্য ডিভাইস সবই সমান জনপ্রিয়। আর এবার এই চিনা টেক জায়েন্ট একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে।

শাওমির সদ্য লঞ্চ করা এই পাওয়ার ব্যাঙ্ক শুধু যে পাওয়ার ব্যাঙ্ক তা নয় এর সঙ্গে এটি একটি FM রেডিও ও।

এই ডিভাইসে আছে দুটি USB A পোর্ট আর এর মাধ্যমে গ্রাহকরা নিজদের ডিভাইস চার্জ করতে পারবেন। আর এই ডিভাইসটি দেখতেও দারুন। এর ডিজাইন রেট্রোর মতন যা আপনাদের বাড়ির পুরনো রেডিওর কথা মনে করাবে। এতে আছে একটি 10,000mAh য়ের ব্যাটারি যা একটি স্মার্টফোন কে একাধিক বার চার্জ করতে পারে, আর দুটি পোর্ট থাকার জন্য এটি এক সঙ্গে দুটি ফোনও চার্জ করতে সক্ষম। এই ডিভাইসের দা ম RMB 138 মানে প্রায় 1,408 টাকা রাখা হয়েছে। আর এই ডিভাইসটি ভারতে আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা জায়নি।

এর আগেও কোম্পানি একটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছিল, আর কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক এমনিতেও বেশ জনপ্রিয়।

এই শাওমি পাওয়ার ব্যাঙ্কটির স্ক্রিন ফ্রেন্ডলি প্লাস্টিকের। আর এর ডিজাইনও পোর্টেবেল। Gizmochinaর একটি রিপোর্ট অনুসারে এই পাওয়ার ব্যাঙ্কটি গ্রাহকদের 2.1A পাওয়ারের সঙ্গে 5V আউটপুট দেয়। আর এতে একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ওপরে একটি বটন দেওয়া হ্যছে যা FM রেডিও অন অফ করার কাজে লাগে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo