Xiaomi-এর নয়া চমক! মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে হিউম্যানয়েড রোবট আনছে সংস্থা?

Updated on 22-Feb-2023
HIGHLIGHTS

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 শুরু হচ্ছে 27 ফেব্রুয়ারি থেকে

এখানেই Xiaomi -এর তরফে একাধিক নতুন প্রোডাক্ট আনা হতে চলেছে

স্মার্টফোন তো বটেই, সঙ্গে হিউম্যানয়েড রোবট নিয়ে আসতে পারে এই সংস্থা

মাত্র কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল CES 2023। এবার পালা Mobile World Congress -এর। CES 2023 এ একগুচ্ছ নতুন প্রযুক্তি এবং প্রোডাক্ট দেখা গিয়েছিল। বিভিন্ন দেশের তরফে নানা প্রোডাক্ট প্রদর্শিত হয় এখানে। এবার আবার তেমন কিছু দেখার পালা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কিসের সাক্ষী থাকে গোটা বিশ্ব। আগামী 27 ফেব্রুয়ারি থেকে এই ইভেন্ট শুরু হবে, চলবে 2 মার্চ পর্যন্ত। এবারের MWC -এর থিম হল কানেকটেড ফিউচার। আর এই থিমের উপর ভিত্তি করেই নানা প্রোডাক্ট নিয়ে হাজির হতে চলেছে বিভিন্ন দেশ, সংস্থা। 

গত বছরের মতোই 2023 -এর শুরু থেকেই নানা নতুন নতুন প্রোডাক্টের সাক্ষী থাকছে গোটা পৃথিবী। কখনও চমকপ্রদ ফোন। তো কখনও অন্য কিছু। আর এই দৌড়ে পিছিয়ে নেই Xiaomi। জানা গিয়েছে আসন্ন এই ইভেন্টে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দারুন টেকনোলজি বেসড মোবাইল তো আনছেই এই সংস্থা, সঙ্গে থাকবে অন্যান্য প্রোডাক্ট। যার মধ্যে শোনা যাচ্ছে যে দুটো হিউম্যানয়েড রোবট থাকতে পারে। 

Xiaomi জানিয়েছে যে মোবাইলের পাশাপাশি তারা হিউম্যানয়েড বায়োনিক রোবট নিয়ে আসছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। এখানে থাকবে কাটিং এজ প্রযুক্তি। তবে চমক কিন্তু এখানেই থামছে না। রোবোট ছাড়াও থাকবে সাইবার ডগ, সাইবার ওয়ান, ইত্যাদি। টুইটারে খোদ সংস্থার তরফে সিইও লেই জুন এমন কথা জানিয়েছেন। 

সাইবার ওয়ান নাকি এই সংস্থার প্রথম ফুল সাইজ হিউম্যানয়েড বায়োনিক রোবট। অন্যদিকে সাইবার ডগ হল একটি বায়োনিক কোয়াড্রপ্ট রোবট। জানা গিয়েছে এই রোবট দুটিতেই নাকি ভিজ্যুয়াল এবং অডিটরি ক্ষমতা থাকবে। অর্থাৎ এগুলো নিজেরা হাঁটতে, কিছু বলা হলে সেটা শুনে কাজ করতে পারবে। Xiaomi -এর তরফে জানানো হয়েছে যে এই রোবট দুটি সংস্থার নিজের ল্যাবে তৈরি করা হয়েছে। 

কী কী আছে রোবটগুলোতে?

Mi সেন্স ডেপথ ভিশন মডিউল আছে সাইবার ওয়ানে। সঙ্গে আছে Mi interaction algorithm। এই রোবটটি কোনও জায়গা হোক বা মানুষ, কোনও থ্রি ডি স্পেস হোক বা অন্য কিছু সবই সহজে চিহ্নিত করতে পারবে। এমনকি আপনি যদি মুখ ভ্যাঙান, বা জিভ কাটেন সেটাও বুঝতে পারবে এই রোবট। অর্থাৎ এটি এক্সপ্রেশন বুঝতে পারে। এমনকি মানুষের 45 রকমের অনুভূতি সহ 85টি শব্দ চিনতে পারে এটি। এখানে সেলফ ডেভেলপড MI AI পরিবেশ সিম্যানটিক্স রিকগনিশন ইঞ্জিনের সাহায্যে। যদি কেউ চান তাহলে এটার সঙ্গে ওল্ড মডিউল অ্যাড করা যাবে যা এটার প্রসেসিং ইউনিট রিয়েল টাইম interactive ইনফরমেশন ডিসপ্লেতে শো করবে। 

অন্যদিকে Xiaomi -এর এই কোয়াড্রপ্ট রোবটটি বোস্টন ডায়নামিক্সের যে রোবট আছে সেটার তুলনায় বেশ ছোট হলেও এটাকে তিন ভাবে নিয়ন্ত্রণ করা যাবেন একটি হল ভয়েস কন্ট্রোল, সঙ্গে রিমোট এবং তৃতীয় হল মোবাইল অ্যাপ। 

এই রোবট ছাড়াও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে Xiaomi -এর তরফে Xiaomi 13 সিরিজ প্রদর্শিত হবে। সেখানে থাকবে তিনটি ফোন Xiaomi 13, Xiaomi 13 Lite, এবং Xiaomi 13 Pro। এই ফোনগুলোর কিছু কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :