দিল্লির গাফার মার্কেটে 13 লাখ নকল শাওমি প্রোডাক্ট পাওয়া গেছে

দিল্লির গাফার মার্কেটে 13 লাখ নকল শাওমি প্রোডাক্ট পাওয়া গেছে
HIGHLIGHTS

চিনা স্মার্টফোন কোম্পানি শাওমি বলেছে যে দিল্লির গাফার মার্কেটে তাদের 13 লাখ নকল প্রোডাক্ট পাওয়া গেছে

রিপোর্ট অনুসারে গত মাসে দিল্লি পুলিস গাফার মার্কেট সাপ্লায়ারদের কাছ থেকে ফেক প্রোডাক্ট বাজেয়াপ্ত করেছে

কয়েক বছর ধরেই কোম্পানি নকল প্রোডাক্ট বিক্রি হচ্ছিল

চিনের স্মার্টফোন কোম্পানি শাওমি বলেছে যে দিল্লির গফার মার্কেটে 13 লাখের বেশি শাওমি প্রোডাক্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আর রিপোর্ট অনুসারে গত মাসে মানে নভেম্বর মাসে দিল্লি পুলিস গাফার মার্কেটের সাপ্লায়ারদের কাছ থেকে ফেক প্রোডাক্ট বাজেয়াপ্ত করেছিল।

শাওমির একটি প্রেস রিলিজ অনুসারে কোম্পানি 15 নভেম্বর দিল্লি পুলিসের কাছে অভিযোগ করে আর তার পরে পুলিস গাফার মার্কেটে যায় আর 13 লাখ টাকার শাওমির নকল প্রোডাক্ট বাজেয়াপ্ত করে। আর রিপোর্ট অনুসারে দিল্লি পুলিস চারটি দোকানে অভিযান চালায় আর 2000 য়ের বেশি নকল প্রোডাক্ট বাজেয়াপ্ত করে। আর শাওমি বলেছে যে গাফার মার্কেটের এই দোকানে শাওমির নকল অ্যাকেসারিজ বিক্রি করেছে।

চিনের কোম্পানি অনুসারে এই নকল জিনিসের মধ্যে Mi Powerbanks, Mi Necbands, Mi Travel Adaptor, Mi Earphones Basic, Mi Wireless Headsetsআর redmi Air Dots আছে। পুলিস ইনভেস্টিগেশান অনুসারে বিগত কয়েক বছর শাওমির নকল প্রোডাক্ট বিক্রি হচ্ছিল। আর নকল প্রোডাক্টে গ্রাহকদের সঙ্গে কোম্পানিরও ক্ষতি হয়েছে।

শাওমির একটি প্রেস রিলিজে নকল প্রোডাক্ট চেনার জন্য কিছু জিনিস বলেছে।

কি ভাবে শাওমির নকল আর আসল প্রোডাক্ট চিনবেন

  • Mi Powerbank  য়ের মতন প্রোডাক্টে সিকিউরিটি কোড থাকায় শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথেন্টিকেশান করা যাবে।
  • প্রোডাক্ট প্যাকেজিং বা রিটেল বক্সে কোম্পানির ওয়েবসাইটে চেক করা যাবে।
  • আর অরিজিনাল লোগো দেখতে হবে।
  • শাওমির সব ফিটনেস প্রোডাক্টে মি ফিট অ্যাপ সাপোর্ট আছে আর যদি ডিভাইসের ফিট অ্যাপ সার্ভিস না থাকে তবে বুঝতে হবে যে এটি নকল প্রোডাক্ট।
  • শাওমির আসল ব্যাটারিতে লি পলি ব্যাটারি লেকাহ থাকবে তবে যদি আপনার কাছে  Li-ion লেখা থাকে তবে তা নকল হতে পারে।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo