বিশ্বের সব থেকে শক্তিশালী রকেট ‘ফ্যাল্কন হেবি’ র সফল পরীক্ষামূল্ক উৎক্ষেপণ হল
এই রকেটটিতে হেলিন মাস্কের পুরনো লালা রঙের টেস্ল স্পোর্টস কার দিয়ে মহাকাশে পাঠানো হয়েছে
সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল বিশ্বের সব থেকে শক্তিশালী রকেট ফ্যাল্কন হেভির। এটি বুধবার আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়। এখান থেকেই এক সময় শুরু হয়েছিল চন্দ্র অভিযান। আজ থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে স্যামসং কার্নিভাল
কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বিকেল ৩.৪৫ মিনিটে ২৩ তলার এই রকেটটি মাহাকাশের উদ্দেশ্যে পারি দেয়। এই রকেটটির প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে স্পেস সেন্টারের থেকে ৮ কিমি দূরে কোকো বিচের কাছে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন।
ফ্যাল্কন হেভির অন্যতম বড় বৈশিষ্ট্য এই রকেটটি অন্যান্য রকেটের তুলনায় অনেক বেশি ভারি জিনিস নিয়ে যেতে পারে।
এই রকেটটিতে হেলিন মাস্কের পুরনো লালা রঙের টেস্ল স্পোর্টস কার দিয়ে মহাকাশে পাঠানো হয়েছে। যাতে ড্রাইভিং সিটে স্পেস সুট পরে একজন ব্যাক্তির মডেল রাখা হয়েছিল।
ফ্যাল্কন হেভির দুটি রকেট কোর সফল ভাবে পৃথিবীতে ফিরে এসেছে। এই দুটি আউটার বুস্টার হাফ রাস্তায় আলাদা হয়ে গেছে আর তার পরে স্পেস অ্যাক্সে ল্যান্ডিং পেডসে ফিরে এসেছে। আর এর পরে সেটিংস করে হিকাল হিসাবে আবার আলাদা হয়ে যায়, তবে তা প্ল্যান অনুসারে ল্যান্ড হয়নি।