বিশ্বের প্রথম Self Balancing Electric Scooter আসছে দেশে, এটির দাম 90,000 টাকা

বিশ্বের প্রথম Self Balancing Electric Scooter আসছে দেশে, এটির দাম 90,000 টাকা
HIGHLIGHTS

দেশে বিশ্বের প্রথম সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার আনছে Liger X এবং X Plus

এই সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটারটির দাম শুরু হচ্ছে 90,000 টাকা থেকে

Liger X স্কুটারের রেঞ্জ হল 60 কিলোমিটার এবং X Plus স্কুটারের রেঞ্জ 100কিলোমিটার

দেশে আসছে নতুন একটি ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটি হল বিশ্বের প্রথম স্কুটার যা সেলফ ব্যালেন্স করা যাবে। এই স্কুটারের কথা Auto Expo 2023 ইভেন্টে জানানো হয় Liger Mobility কোম্পানির তরফে। শুধু জানানো নয়, এই কাটিং এজ গাড়িটির এক ঝলক দেখানো হয় এই অনুষ্ঠানে। তবে একটা নয়। Liger -এর তরফে দুটি সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটারের আত্মপ্রকাশ করা হয়েছে। আর এই স্কুটার দুটির নাম হল Liger X এবং Liger X Plus। এবারের এই Auto Expo 2023 অনুষ্ঠানে একাধিক নতুন স্কুটারের প্রথম ঝলক সামনে আনা হয়েছে তার মধ্যে অন্যতম এবং নজরকাড়া স্কুটার হল Liger Mobility -এর এই স্কুটার দুটি। জানা গিয়েছে 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে এই স্কুটার দুটি এক ঘণ্টায়। ফলে এটাই তাদের সর্বোচ্চ স্পিড। আর এক চার্জে এই স্কুটার দুটি 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 

দাম কত রাখা হয়েছে এই বাইকের? 

জানা গিয়েছে Liger X বাইকটির দাম 90,000 টাকা রাখা হয়েছে। Fame II সাবসিডি দেওয়ার পর এই দাম রাখা হয়েছে। এখন নিশ্চয় ভাবছেন Fame II বিষয়টা কী? তাহলে জানিয়ে রাখি Fame II -এর ফুল ফর্ম হল ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেল সাবসিডি। ভারতে যে ইলেকট্রিক গাড়ি চলে এবং একই সঙ্গে ফুয়েল চালিত গাড়ি চলে সেগুলোর মধ্যে যাতে দামের একটা ফারাক করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকার এই বিশেষ নীতি নিয়েছে। এই নীতিতে এখন 40% ছাড় মেলে। আগে এই ছাড় 20% ছিল। এখন সেটাকে বাড়ানো হয়েছে। জানা গিয়েছে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে যাঁরা এই স্কুটার দুটি কিনতে চান তাঁরা সেটার বুকিং করতে পারবেন। আর 2025 সালের মার্চ এপ্রিল নাগাদ এই স্কুটার দুটির ডেলিভারি শুরু হয়ে যাবে দেশে। এমনটাই কোম্পানির তরফে জানানো হয়েছে। 

কী কী ফিচার থাকবে এই দুই স্কুটারে? 

Liger Mobility -এর তরফে এখনও স্পষ্ট করে জানানো হয়নি যে এই Liger X এবং X Plus স্কুটারে কী ফিচার থাকবে। কিন্তু হ্যাঁ, এতটুকু জানা গিয়েছে যে এই স্কুটার দুটি এক ঘণ্টায় সর্বোচ্চ 60-65 কিলোমিটার যেতে পারে। অর্থাৎ এটাই তাদের সর্বোচ্চ স্পিড হবে। অন্যদিকে Liger X স্কুটারটিকে একবার চার্জ দিলে সেটা 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে, অর্থাৎ এটাই তার রেঞ্জ। অন্যদিকে Liger X Plus এ মিলবে 100 কিলোমিটারের রেঞ্জ এক চার্জে। গ্রাহকরা এই স্কুটার দুটিতে লিক্যুইড কুলড লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। 

Liger X and X Plus

এই লিক্যুইড কুলড লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে এই স্কুটারে জানা গেলেও তার ক্ষমতা কত হবে সেটা জানা যায়নি। কিন্তু এই ব্যাটারি যে খোলা যাবে অর্থাৎ detachable হবে সেটা জানা গেছে। একই সঙ্গে এই তথ্য সামনে এসছে যে এই ব্যাটারি ফুল চার্জ হতে মাত্র 3 ঘণ্টা সময় লাগবে। তবে Liger X -এর ব্যাটারি খোলা গেলেও Liger X Plus -এ কিন্তু খোলা যাবে না এমন ব্যাটারি থাকবে। আর সেই ব্যাটারি চার্জ হতে 4.5 ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। আর আপনি যদি দ্রুত চার্জ দিতে চান এই স্কুটারকে তাহলে ফাস্ট চার্জার কিনতে পারবেন। তবে তার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে। 

এখানে গ্রাহকরা একাধিক স্মার্ট ফিচার পেয়ে যাবেন। এই ফিচারগুলোর মধ্যে আছে রিভার্সিং বোতাম, লার্নার মোড, ওভার দ্যা এয়ার সফটওয়্যার আপডেট, ইত্যাদি। এই স্কুটারে সঙ্গে মিলবে 4G এর সুবিধা সঙ্গে থাকবে GPS। টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা মিলবে Liger X Plus স্কুটারে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo