World Emoji Day 2020: মনের ভাব প্রকাশ করতে প্রায় যেই ইমোজিগুলি ব্য়বহার করেন, জানেন তার আসল মানে কি?

World Emoji Day 2020: মনের ভাব প্রকাশ করতে প্রায় যেই ইমোজিগুলি ব্য়বহার করেন, জানেন তার আসল মানে কি?
HIGHLIGHTS

17 জুলাইকে World Emoji Day হিসেবে পালন করা হয়

ওয়ার্ল্ড ইমোজি ডে 2020 নানা রকমের ইমোজি ব্য়বহার করি

World Emoji Day 17 জুলাই 2014 থেকে শুরু হয়েছে এই চল

আমার আমাদের দৈনিক জীবনে ম্য়াসেজ করার সময় সব ধরণের ইমোজি (Emoji) ব্য়বহার করি। শব্দ না লিখেই, আমরা ইমোজির মাধ্য়মে আমাদের মনের ভাব, ভালবাসা, রাগ, ভয় এবং সুখ প্রকার করতে পারি। গোটা বিশ্বেই ইমোজির মাধ্য়মে কথা বলার প্রবনতা খুব প্রচলিত। WhatsApp, Facebook Messenger বা Instagram- ইমোজি ছারা আমরা ভাবতেই পারি না।

17 জুলাইকে 'ওয়ার্ল্ড ইমোজি ডে' (World Emoji Day) হিসেবে পালন করা হয়। ২০১৪ থেকে শুরু হয়েছে এই চল। আপনিও নিশ্চয়ই ইমোজির ব্য়বহার করেন। কিন্তু জানেন কি, যে অর্থে আপনি ইমোজি ব্য়বহার করছেন, সেগুলির আসল অর্থ কি? বেশিরভাগ ক্ষেত্রেই এই ইমোজি গুলোর মানে আলাদা। 'ওয়ার্ল্ড ইমোজি ডে'-তে এমনই দশটি ইমোজির সঠিক অর্থ জেনে রাখুন।

ইমোজি ১

World Emoji day 2020

মুখ ঢাকা এই বাঁদরের ইমোজি আমাদের সবরাই পছন্দ। আমরা এটি ব্যবহার করি মজা করে না দেখব না বা লজ্জা অর্থে। কিন্তু এর আসল মানে 'আমি কোনও খারাপ দেখি না'।

ইমোজি ২

World Emoji Day 2020

এই ইমোজি চোখের জলের বা দুঃখের কথা বোঝাতে ব্যবহার করা হয়। আসল অর্থ বলছে, ঘুম পাওয়া বোঝানোর কথা।

ইমোজি ৩

World Emoji Day 2020

এই মেয়েদের লাল ড্রেস পরা ইমোজি পার্টি করার প্রতীক হিসেবেই ব্যবহার হয়। কিন্তু এর আসল অর্থ নৃত্যশিল্পী।

ইমোজি ৪

World Emoji Day 2020

আমরা হোয়াটসঅ্য়াপে প্রায় এই ইমোজি ব্য়বহার করি। এই চিহ্ন আমরা প্রায় 'গেট ওয়েল সুন', প্রার্থনা, আবার কাউকে শ্রদ্ধা জানাতে ব্য়বহার করি। কিন্তু এই ইমোজি আদতে ক্ষমা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে।

ইমোজি ৫

World Emoji Day 2020

এই ইমোজি পাগলামি বা রাগ বোঝাতে আমরা ব্যবহার করি। কিন্তু আসলে এর অর্থ জাপানি মানুষখেকো রাক্ষস।

ইমোজি ৬

World Emoji Day 2020

এই ইমোজি ব্যবহার হয় জীবনে বিস্ময়কর কিছু বোঝাতে। এই ইমোজি আসলে তৈরি হয়েছিল মাথা ঘোরা বোঝাতে!

ইমোজি ৭

World Emoji Day 2020

আমরা ব্যবহার করি হাওয়া বোঝাতে। আসল অর্থ স্পিডে গাড়ি চলছে।

ইমোজি ৮

World Emoji Day 2020

কিছু আশ্চর্য ঘটনা বা হা ভগবান, এ বাবা, কীভাবে হল এমনটা! এমন আশঙ্কার কথা বলতেই এই ইমোজির ব্যবহার। কিন্তু আসলে এর অর্থ, OK.

ইমোজি ৯

World Emoji Day 2020

আচ্ছা বা বন্ধ করুন, এমন কথা বোঝাতেই এই দু'হাতের ইমোজি ব্যবহার করি আমরা। কিন্তু আসলে এর অর্থ জড়িয়ে ধরা।

ইমোজি ১০

World Emoji Day 2020

এই ইমোজি বেশির ভাগ লোকেরা ব্য়বহার করে হুল্লোড় করতে। কিন্তু জানেন কি, ইমোজির আসল মানে একেবারে আলাদা। খরগোশের কানওয়ালা মেয়ে আসলে যৌনতার প্রতীক। মেয়েদের সেক্স অ্যাপিল বোঝাতেই আসলে এর ব্যবহার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo