ভারতে এল REALME PAYSA , প্রতিযোগিতায় শাওমির মি ক্রেডিট

ভারতে এল REALME PAYSA , প্রতিযোগিতায় শাওমির মি ক্রেডিট
HIGHLIGHTS

ভারতে Realme Paysa লঞ্চ করা হয়েছে

আর কোম্পানি শাওমির মি ক্রেডিট ও আরও এই ধরনের অর্থ লেনদেন প্রকল্পকে টক্কর দেবে

শাওমির একটি প্রধান ডিজিটাল অর্থ লেনদেনের প্রক্রিয়ার সঙ্গে করা টক্কর দিতে রিয়েলমি নিয়ে এল তাদের "PaySa"  প্ল্যাটফর্ম। আর এর সঙ্গে চিনা কোম্পানি রিয়েলমি তাদের Relame X2 আর রিয়েলমি বাডস ও এনেছে। আর রিয়েলমি আগামী দুই বছরের মধ্যে 25 মিলিয়ান গ্রাহক করার লক্ষ্য নিয়েছে।

‘Realme PaySa’ র ব্যাবহার টিয়ার টু আর টিয়ার থ্রি সব শহরে ব্যাক্তিগত আর SMEতে পরিষেবা দেবে। আর এটি এক লাখ টাকা পর্যন্ত ডিজিটাল ব্যাক্তিগত টাকার পাঁচ লাখ পর্যন্ত ডজিটাল SMI দিতে পারবে।

কোম্পানি বলেছে যে “আমরা মোবাইল ব্যাবসায়ে নিজদের সাফল্য রাখতে আর আগামী দু তিন বছরে আর্থিক পরিষেবা তে প্রথম পাঁচে থাকতে চাই। আমরা 2020 সালে মোবাইল ফোনের লেনদেনের মূল্যায়ন করতে পারব।“

2020 সালে এই প্ল্যাটফর্মে প্রায় 1000 কোটির কাজ হবে আর তিন থেকে পাঁচ মিলিয়ান গ্রাহক এটি ব্যাবহার করবেন আর নতুন কিছু লঞ্চ করার আর ভারতে আর্থিক পরিষেবাতে এটি প্রথম পদক্ষেপ।

কি করে এই অ্যাপটি ডাউনলোড করবেন

অ্যাপটি গুগল প্লে স্টোর আর রিয়েলমি অ্যাপ স্টোর দুই জায়গায় পাবেন। আর এখানে এর ডিটেল থাকবে। আর প্ল্যান্টফর্মের বিটা লঞ্চ হয়েছে আর আগামী 12 মাসের মধ্যে এটি সম্পূর্ণ ভাবে এসে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo