5100mAh বড় ব্যাটারির সঙ্গে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব (2019) লঞ্চ হল

Updated on 08-Jul-2019
HIGHLIGHTS

5100mAh ব্যাটারির সঙ্গে এই ট্যাবটি এল

এতে স্ন্যাপড্র্যাগন 429 চিপসেট আছে

এর দাম প্রায় 10,860 টাকা

স্যামসাংয়ের নতুন ট্যাব Samsung Galaxy Tab A9(2019) লঞ্চ হেয়ছে আর এটি একটি 8 ইঞ্চির স্ক্রিনের ট্যাব আর এতে আপনারা 5100mah য়ের ব্যাটারি পাবেন। আর এই ডিভাইসে এর সঙ্গে একটি S পেনও আছে।

এতে আপনারা একটি TFT ডিসপ্লে পাবেন আর এটি স্ন্যাপড্র্যাগন 429 চিপসেট যুক্ত। আর এই ট্যাবে আছে একটি 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ। আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর আপনারা এতে একটি LTE ভেরিয়েন্টও পাবেন।

আমরা যদি এই ডিভাইসের ক্যামেরার বিষয়ে বলি তবে এই ট্যাবে একটি 8MP র রেয়ার ক্যামেরা আছে আর এর সঙ্গে এতে ফ্রন্টে একটি 2MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে আছে। আর এতে আপনার 3.5mm হেডফোন জ্যাক পাবেন। আর এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

আর এই ডিভাইসের দামের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এটি ভিয়েতনামি ডোংয়ে প্রায় 3,690,000 তে কেনা যাবে আর ভারতে এর দাম 10,860 টাকা হবে। আর এটি ভিয়েতনামে 12 জুলাই কেনা যাবে। আর এটি ব্ল্যাক আর সিলভার কালারে এসেছে। আর এটির সঙ্গে দু মাসের ইউটীউব সাবস্ক্রিপশান প্রিমিয়াম দেওয়া হচ্ছে আর আছে তিনমাসের স্পটিফাই সাবস্ক্রিপশানও।

Connect On :