AADHAAR CARD য়ে URN আর SRN কি? এর মাধ্যমে কি করে নিজের কার্ড ট্র্যাক করবনে?

AADHAAR CARD য়ে URN আর SRN কি? এর মাধ্যমে কি করে নিজের কার্ড ট্র্যাক করবনে?
HIGHLIGHTS

URN একটি 14 সংখ্যার নাম্বার

SRN একটি 14 সংখ্যার নাম্বার

এর মাধ্যমে আধার কার্ড ট্র্যাক করা যায়

আধার কার্ড এই সময়ে একটি দরকারি দলিল আর আজকে আমরা এই আধার কার্ডের বিষয়ে কিছু দরকারি কথা বলব। আধার কার্ডে URN আর SRN নম্বর থাকে আর সেই নম্বর গুলি কি আর কেন দেওয়া হয়েছে আর এদের ব্যাবহার করি তা জানেন? আজকে আমরা এই আর্টিকেলে সেই বিষয়েই বলব। আসুন দেখা যাক এগুলি কি।

URN কি

এটি আপডেট সিকিউরিটি নাম্বার। আপনাদের বলে রাখি যে আপনারা যখন আধার এনরোলমেন্ট স্ট্যাটাসের মাধ্যমে নিজের আধার কার্ডের ডিটেল জানতে পারবেন। আপনারা যদি তা করতে চান তবে একটি 14 সংখ্যার ইউনিক নাম্বার আছে যা URN নামে পরিচিত।

SRN কি?

এই  নম্বর পরিষেবা রিকোয়েস্ট নাম্বার বলা হয়। এবার আপনার আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালে গিয়ে নিজের আধারের কিছু ডিটেল আপডেট করতে চাইলে আপনারা কাছে একটি 14 নম্বরের ইউনিক নাম্বার দেওয়া হবে আর এই পরিষেবার নাম্বার SRN নাম্বার। আর এবার আপনাদের বলে রাখি এই দুই নাম্বারের মাধ্যমে আধার কার্ড ট্র্যাক করা যায়।

কি করে SRN আর URN য়ের মাধ্যমে নিজের আধারের স্ট্যাটাস চেক করতে পারবেন?

  • এর জন্য আপনাদের আধারের পোর্টালে যেতে হবে। https://uidai.gov.in/ আর এখানে ক্লিক করতে হবে।
  • এবার এখানে নিজের চেক অ্যাড্রেস আপডেট স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
  • এবার এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আর এবার আপনাকে নিজের আধারের আপডেট স্ট্যাটাস জানার জন্য URN বা SRN নাম্বার দিতে হবে।
  • আর এবার আপনারা এখানে বেনিফিসারি কোড দিতে হবে, আর এর পরে আপনি এখানে তা সাবমিট করে ক্লিক করলে আপনার আধারের স্ট্যাটাস এসে যাবে।
  • আর এবার আপনাদের বলে রাখি যে আপনার 1947 টোল ফ্রি নাম্বারে কল করেও নিজের আধারের স্ট্যাটাস জানতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo