নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? বাজেট 15 লাখ? তাহলে দেখে নিন সেরা গাড়ির তালিকা
ভারতের গাড়ির বাজারে এখন ইলেকট্রিক থেকে পেট্রোল ডিজেল চালিত গাড়ির সমান চাহিদা
আপনিও যদি গাড়ি কিনতে চান এটাই সেরা সময় বাজেট 15 লাখ হলে দেখুন সেরা গাড়ি
তালিকায় পেয়ে যাবেন মাহিন্দ্রা থর, টাটা হ্যারিয়ার, ইত্যাদি গাড়ি
বর্তমান সময়টা ভারতের গাড়ির বাজারের জন্য বেশ ভালো যাচ্ছে। ইলেকট্রিক গাড়ি থেকে পেট্রোল কিংবা ডিজেল গাড়ি দুইয়ের চাহিদা বাড়ছে। আপনিও যদি এই সময় গাড়ি কিনতে চান, কিনে ফেলুন। কিন্তু বাজেট সীমিত? 15 লাখ টাকার মধ্যে গাড়ি কিনতে চান? তাহলে দেখে নিন এই গাড়িগুলো যা আপনার বাজেটের মধ্যে সেরা গাড়ি। দেখুন তালিকা।
15 লাখ টাকা বাজেটের মধ্যে সেরা গাড়ির তালিকা:
Mahindra Thar
মাহিন্দ্রা কোম্পানির এই SUV গাড়িটি ভীষণই জনপ্রিয় নতুন প্রজন্মের কাছে। গ্রাহকরা এই গাড়িতে পেয়ে যাবেন 1997 সিসির একটি টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন, সঙ্গে এখানে মিলবে 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে 5000rpm এ 150 bhp পাওয়ার এবং 1250 থেকে 3000 rpm এর মধ্যে 300nm টর্ক তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এই গাড়ির একটি 2184 সিসির mHwak ডিজেল ইঞ্জিন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। সেখানে একই রকম ভাবে 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ভাবে ইঞ্জিন চলে। এখানে 3750 rpm এ 130bhp পাওয়ার এবং 1600 থেকে 2800 rpm এ 300 nm টর্ক তৈরি হয়। 13.58 লাখ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হচ্ছে ভারতে।
Mahindra XUV 700
এটিও মাহিন্দ্রা কোম্পানির অন্যতম সেরা SUV গাড়ি। এখানে গ্রাহকরা পেয়ে যাবেন 2.0 লিটারের টার্বো mstallion পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন 195 bhp এবং 380 টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়া এতে একটি 2.2 লিটারের mHwak commonrail টার্বো ডিজেল ইঞ্জিন রয়েছে যা 153 bhp এবং 360 nm টর্ক উৎপাদন করে। এই গাড়ির উল্লিখিত দুটি ইঞ্জিনেই 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এছাড়া এই গাড়ির আরও একটি ভ্যারিয়েন্ট আছে যেখানে 2.0 লিটারের টার্বো GDi mStallion পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনের সাহায্যে 195 bhp এবং 380 nm টর্ক উৎপাদন করা হয়। এখানে দুটি গিয়ারবক্স পাওয়া যায়, যেখানে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের গিয়ারবক্স রয়েছে। ভারতের বাজারে এই গাড়ির দাম শুরু হচ্ছে 13.45 লাখ টাকা থেকে।
Tata Harrier
Tata কোম্পানির এই গাড়ির দাম শুরু হচ্ছে 14.69 লাখ টাকা থেকে। গ্রাহকরা এই গাড়িতে পেয়ে যাবেন 2.0 লিটারের Kryotec ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনের সাহায্যে 168 bhp পাওয়ার এবং 358 nm টর্ক উৎপাদন করা সম্ভব হয়। এখানে 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন মিলবে।
Tata Nexon EV
বর্তমানে এই গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট বাজারে রয়েছে, XM, XZ Plus এবং XZ Plus LUX। এছাড়া আরও দুটি এডিশন উপলব্ধ রয়েছে এই গাড়ির, ডার্ক এডিশন এবং জেট এডিশন। এই গাড়ি একবার চার্জ দিলে পেয়ে যাবেন 318 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। এই গাড়ির দাম শুরু হচ্ছে 14.99 লাখ টাকা থেকে। এই গাড়িতে ব্যাটারি হিসেবে আছে 30.2Kwh লিথিয়াম আয়রন ব্যাটারি। এই ব্যাটারি 74 bhp পাওয়ার এবং 170 nm টর্ক তৈরি করতে পারে।
MG Hector
এই গাড়িতে গ্রাহকরা পাবেন 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন, 1.5 লিটারের পেট্রোল হাইব্রিড ইঞ্জিন এবং 2.0 লিটারের ডিজেল ইঞ্জিন। এটি এই গাড়ির ফেসলিফট ভ্যারিয়েন্টটিতে মিলবে। এই গাড়ির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 14.42 লাখ টাকা থেকে। এখানে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন তো মিলবেই সঙ্গে আছে DCT এবং CVT ইউনিট।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile