Voter Card এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করাতে চান? হয়রানি ছাড়াই 5 মিনিটে কাজ সারুন

Voter Card এর সঙ্গে Aadhaar Card লিঙ্ক করাতে চান? হয়রানি ছাড়াই 5 মিনিটে কাজ সারুন
HIGHLIGHTS

জাতীয় নির্বাচন কমিশন ভারতীয় নাগরিকদের একটি পরামর্শ দিচ্ছে

আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করার পরামর্শ দিচ্ছে ইসিআই

বাড়ি বসে অনলাইনে পাঁচ মিনিটে করে ফেলুন এই লিঙ্ক করার কাজ

ভারতীয় নাগরিকদের (Citizen of India) জন্য জাতীয় নির্বাচন কমিশন (ECI) একটি সুপরামর্শ দিচ্ছে, ভোটার কার্ডের (Voter Card) সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করতে বলছেন তাঁরা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে যাতে সহজেই ভোটারদের পরিচয়ের প্রমাণ পাওয়া যায় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ একই নামে একাধিক ব্যক্তি যদি কোনও একটি নির্দিষ্ট বিধানসভা এলাকায় থাকে তাহলে সেটা সহজেই চিহ্নিত করা যাবে এবং বাতিল করার মতো পদক্ষেপ নেওয়া যাবে।

আর এই আধার এবং ভোটার কার্ড লিঙ্ক করার জন্য এখন নির্বাচন কমিশন দারুন সুযোগ দিচ্ছে, বাড়ি বসেই সেটা করা সম্ভব হবে। অনলাইনে আপনি খুব সহজেই মাত্র কয়েকটি ধাপে এটা করে ফেলতে পারবেন। এই কাজের জন্য আপনার স্মার্টফোন হলেই চলবে, প্রয়োজন নেই কোনো ল্যাপটপ না অন্য কিছুর। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন অনলাইনে এই কাজ করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করে রাখা প্রয়োজন। তাহলে জানতে চান কীভাবে বাড়ি বসেই আধার এবং ভোটার কার্ড লিঙ্ক করবেন? দেখুন।

ভোটার এবং আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি:

প্রথমে Google Play Store এ গিয়ে অথবা App Store থেকে Voter Helpline অ্যাপটিকে ডাউনলোড করুন।

এরপর অ্যাপটি ইনস্টল হয়ে গেলে খুলুন। Agree সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন।

এবার সবার আগে Voter Registration অপশনে ক্লিক করুন।

এরপর Electoral Authentication Form (Form 6B) যে অপশন রয়েছে সেটাকে ক্লিক করুন।

তারপর লেট স্টার্ট অপশন ক্লিক করুন।

এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেটা ওখানে দিন এবং সেন্ড OTP অপশনে ক্লিক করুন।

এরপর আপনার ফোনে একটি OTP আসবে, OTP ভেরিফাই করার অপশনে OTP দিন এবং ভেরিফাই করুন।

তারপর Yes I Have Voter ID যে অপশন রয়েছে সেটাকে ক্লিক কর নেক্সট অপশনে ক্লিক করুন।

Aadhaar voter card link

তারপর দিয়ে দিন আপনার ভোটার আইডি নম্বর। এরপর ফেচ ডিটেল অপশন ক্লিক করুন।

তারপর সিলেক্ট করুন প্রসিড অপশন।

এরপরে দিয়ে দিন আপনার আধার নম্বর এবং রেজিষ্টার করা ফোন নম্বর এবং প্লেস অফ অথেনটিকেশন দিয়ে Done অপশন সিলেক্ট করুন।

এবার সবার শেষে আপনার ফোনে Form 6B প্রিভিউ খুলবে। সেখানে একবার আপনার দেওয়া সমস্ত তথ্য মিলিয়ে দেখে নিয়ে কনফার্ম অপশন ক্লিক করে এই Form 6B জমা দিয়ে দিন।

কিন্তু এই বিষয়ে উল্লেখযোগ্য, এখনও অবধি কিন্তু এই আধার এবং ভোটার কার্ড লিঙ্ক এর বিষয়টা বাধ্যতামূলক করা হয়নি। কেউ যদি এই কাজ না করেন তাহলে তাঁর নাম মোটেই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo