Volvo একসঙ্গে চারটি মাইল্ড হাইব্রিড গাড়ি আনল, XC40, XC60, XC90, S90, দেখুন ফিচার

Volvo একসঙ্গে চারটি মাইল্ড হাইব্রিড গাড়ি আনল, XC40, XC60, XC90, S90, দেখুন ফিচার
HIGHLIGHTS

Volvo চারটি মাইল্ড হাইব্রিড গাড়ি লঞ্চ করল

এই গাড়িগুলো হল XC40, XC60, XC90, S90

45.90 লাখ টাকা থেকে এই গাড়িগুলোর দাম শুরু হচ্ছে

Volvo একসঙ্গে চারটি Mild Hybrid গাড়ি লঞ্চ করল ভারতে। এই চারটি গাড়ি হল পেট্রোল মাইল্ড হাইব্রিড। সদ্য লঞ্চ হওয়া এই গাড়িগুলোর নাম হল XC40, XC60, XC90, S90। প্রতিটি গাড়ি টেকনোলজিক্যালি ভীষণ স্ট্রং এবং উন্নতমানের, কোম্পানির তরফে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে এই গাড়িগুলো টেস্ট ড্রাইভার জন্য উপলব্ধ হয়ে গিয়েছে সমস্ত Volvo ডিলারশিপে। গত 21 সেপ্টেম্বর থেকেই এই টেস্ট ড্রাইভ শুরু হয়েছে।

এই গাড়িগুলোর দাম কত?

Volvo এর তরফে যে চারটি গাড়ি লঞ্চ করা হয়েছে সেগুলোর দাম শুরু হচ্ছে 45.90 লাখ টাকা থেকে। Volvo XC40 গাড়িটির এক্স শোরুম প্রাইজ হল 45.90 লাখ টাকা, অন্যদিকে Volvo X60 গাড়িটির দাম হল 65.90 লাখ টাকা যা এক্স শোরুম প্রাইজ। এবং বাকি যে দুটি গাড়ি রয়েছে Volvo XC90 এবং Volvo S90 গাড়ি দুটির এক্স শোরুম প্রাইজ হল 94.90 লাখ টাকা এবং 66.90 লাখ টাকা যথাক্রমে।

Volvo XC40, 60, এবং 90 গাড়ি তিনটি পাঁচটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যেতে চলেছে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। আর Volvo S90 গাড়িটির জন্য গ্রাহকরা পাবেন চারটি রঙের অপশন। Volvo XC40 গাড়িটি হল 5 সিটার, এই গাড়িটি আপনি সাদা, সাগা গ্রিন, ফিউশন রেড, অনিক্স ব্ল্যাক এবং জর্ড ব্লু রঙে পাবেন। এছাড়া Volvo XC90 এবং 60 গাড়ি দুটি পাবেন ক্রিস্টাল হোয়াইট, ডেনিম ব্লু, ব্রাইট ডাস্ক, অনিক্স ব্ল্যাক এবং প্ল্যাটিনাম গ্রে রঙে। XC60 গাড়িটিতে আছে 5টি সিট এবং XC90 তে রয়েছে 7টি সিট। Volvo S90 গাড়িটি গ্রাহকরা পাবেন 4টি রঙে যেগুলো হল ক্রিস্টাল ব্ল্যাক, ডেনিম ব্লু, প্ল্যাটিনাম গ্র, ইত্যাদি রঙে। এই গাড়িতে আছে 5টি আসন।

Volvo Mild hybrid cars

তবে এই গাড়িগুলো রঙের দিক থেকে যতই এক হোক না কেন এদের ফুয়েল কম্পোজিশন কিন্তু বেশ আলাদা। XC40 গাড়িটি 7.8 কিলোমিটার যেতে ব্যবহার করবে 1লিটার পেট্রোল। এছাড়া XC60, 90 এবং S90 গাড়িটি যথাক্রমে 12.49 কিলোমিটার, 11.04 কিলোমিটার এবং 14.07 কিলোমিটার যেতে 1 লিটার তেল ব্যবহার করবে।

এই সংস্থার তরফে গাড়িগুলো সম্পর্কে বলা হয়েছে যে তারা গতিশীল গাড়ির অভিজ্ঞতা দিতেই এই গাড়িগুলোকে হাজির করেছে। পেট্রোল মাইল্ড হাইব্রিড রেঞ্জ আনল Volvo যাতে রয়েছে দারুন টেকনোলজি। তাই গ্রাহকরা এটার অভিজ্ঞতা অর্জন করতে চাইলে যেন দ্রুত টেস্ট ড্রাইভ বুক করেন Volvo ডিলারশিপ থেকে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo