Volvo, 360C Autonomous concept car নিয়ে এল, এবার হয়ত প্লেনকেও ভুলে যাবেন!

Volvo, 360C Autonomous concept car নিয়ে এল, এবার হয়ত প্লেনকেও ভুলে যাবেন!
HIGHLIGHTS

VolVo বলেছে যে তাদের নতুন 360s কন্সেপ্ট কার রেড-আই প্লেন অ্যাভয়েড করে নিজেদের রাস্তা বানিয়ে নেবে

Volvo র র‍্যাডিকাল কন্সেপ্ট কার একটি ফুল ইলেক্ট্রিক অটোনমাশ ভেকেল আর একে একটি গাড়ির মতন রিসেম্বেল করা হয়েছে। আর এটি কিছু দিন আগে লঞ্চ করা হয়েছে। আর এই গাড়ি লঞ্চ করার সময়ে বলা হয় যে এটি একটি ভাল ইন্টিরিয়ার হিসাবে ঘুমানোর জন্যও ব্যাবহার করা যাবে। আপনারা এতে বসতে পারবেন, আর এর ভেতরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎও করতে পারবেন।

আর এছাড়া রাস্তায় গাড়িটি চালানোর সময়ে আপনারা নিজেদে কাজ করতে পারবেন। এও বলা যায় যে 2021 পর্যন্ত এই গাড়িটি লঞ্চ করা হবে, আর এখনও পর্যন্ত এতি একটি কন্সেপ্ট। তবে এখন এটির প্রোডাকশানের বিষয়ে বেশি সম্ভবনা নেই।

আর আমরা যদি Volvo র কন্সেপ্ট গাড়ির পেজের বিশেয় বলি তবে এখানে 360c য়ের একটি ফুল ইলেক্ট্রিক। আর এছাড়া এটি একবার চার্জ করলে প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আর এর ছবিতে এও দেখা গেছে যে এতে ড্রাইভিং কন্ট্রোল নেই। আর এর কারন এটি Level 5 Autonomy যুক্ত, এর মানে এই যে এটি কোন ড্রাইভার থাকলেও নিজেই কাজ করতে পারবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo