Uunchai এবার ড্রয়িং রুমে! Amitabh-এর ছবি কবে মুক্তি পাচ্ছে OTT-তে?

Updated on 03-Jan-2023
HIGHLIGHTS

2022 সালের 11 নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল উঁচাই

সুরজ বরজাতিয়া পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চন, অনুপম খের, নীনা গুপ্ত, প্রমুখকে দেখা গিয়েছিল

আগামী 6 জানুয়ারি Zee 5 আসছে এই ছবি, বড়পর্দায় না দেখে থাকলে এবার ঘরে বসে দেখুন এই ছবি

2022 সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত ছবি উঁচাই (Uunchai)। বক্স অফিসে মোটামুটি সাড়া পেয়েছিল এই ছবি। বহু বছর পর উঁচাইয়ের হাত ধরে পরিচালনায় ফিরলেন সুরজ বরজাতিয়া (Sooraj Barjatya)। হ্যাঁ, এই ছবির পরিচালনা তিনিই করেছেন। তবে আপনি কি এই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি? কিংবা OTT -তে কবে আসবে তার অপেক্ষা করছিলেন? তাহলে বলি আপনার জন্য আছে সুখবর। অমিতাভ বচ্চন অভিনীত উঁচাই এবার আসছে OTT প্ল্যাটফর্মে। Zee 5 মুক্তি পাচ্ছে এই ছবি। 

জানা গিয়েছে আগামী 6 জানুয়ারি থেকে Zee 5- এ দেখা যাবে এই ছবি। তবে এই ছবি দেখার জন্য আপনাকে Zee 5- এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। যাঁরা প্রিমিয়াম সাবস্ক্রাইবার এই OTT প্ল্যাটফর্মের তাঁরাই এই ছবি দেখতে পারবেন। যদিও গতমাসে এই ছবির প্রযোজনা সংস্থা রাজশ্রী ফিল্মস জানিয়েছিল ছবিটি নাকি এখনই OTT তে আসছে না। দর্শকদের হলে গিয়েই ছবিটি দেখত হবে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এল সুখবর। 

এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের (anupam Kher), ড্যানি ডেনজংপা, সারিকা (Sarika), নীনা গুপ্ত (Neena Gupta), বোমান ইরানি (Boman Irani), পরিণীতি চোপড়া (parineeti Chopra), প্রমুখকে। এটি একটি পারিবারিক ছবি যা আবর্তিত হয়েছে তিন বন্ধুকে ঘিরে। তাঁরা মাউন্ট এভারেস্ট এর বেস ক্যাম্পে গিয়েছিল তাঁদের চতুর্থ বন্ধুর শেষ ইচ্ছে পূরণ করতে। সেই যাত্রাপথে কী কী হয় সেটাই এখানে ধরা পড়েছে। চার বন্ধুর চরিত্রে ছিলেন অমিতাভ, বোমান, অনুপম এবং ড্যানি। রাজশ্রী প্রোডাকশনের এটি 60তম সিনেমা। তাদের সঙ্গে বাউন্ডলেস মিডিয়া, মহাবীর জৈন ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে। 

Zee 5- এ হিন্দি ভাষায় এই ছবি দেখা যাবে। Zee 5 তাদের গ্রাহকদের জন্য দুটি প্রিমিয়াম প্ল্যান অফার করে থাকে। একটি 1 বছরের জন্য 699 টাকার প্ল্যান আরেকটি হল 1 বছরের জন্য 1,499 টাকার প্ল্যান।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :