ঠাণ্ডায় কাঁপছেন? মাত্র 694 টাকার এই যন্ত্র বিছানার নিচে রাখুন আর ভুলে যান লেপ কম্বল!

Updated on 09-Jan-2023
HIGHLIGHTS

বিছানার নিচে এই হিটিং প্যাড রাখলেই দূর হবে কাঁপুনি

হাড় কাঁপানো ঠাণ্ডাতেও লাগবে না কোনও লেপ কম্বল

এই দুর্দান্ত যন্ত্রটার দাম মাত্র 694 টাকা

শীত কবে আসবে সুপর্ণার বদলে এখন অনেকেরই মনে একটাই প্রশ্ন শীতের দাপট কবে কমবে সুপর্ণা? ভোরবেলা আর রাতে বাইরে থাকা দায় হয়েছে। রাত 8-8.30 এর মধ্যে রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে। পারদ তো কমছেই সঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া। দুইয়ের দাপটে নাজেহাল বঙ্গবাসী। অবশ্য যাঁরা শীত ভালোবাসেন, মানে আমার মতো লোকজন আর কী, তাঁরা কিন্তু ব্যাপারটা বেশ জমিয়ে উপভোগ করছেন। সাধের সোয়েটারগুলো শো অফ করার সুযোগ মিলছে যে! সে যাক গে, অনেকেই আবার এই ঠাণ্ডায় বেশ কাবু হয়ে পড়েছেন। বিশেষ করে যাঁদের বাড়িতে বয়স্করা আছেন বা শিশুরা আছে সন্ধ্যার পর বা ভোরে দরজা জানলা খুলে রাখা দায় হয়েছে। কম্বল ছাড়া থাকা যাচ্ছে না এমন অবস্থায় এক দুর্দান্ত যন্ত্রের কথা জেনে নিন।

এই যন্ত্র যেমন আপনার কাঁপুনি কমাবে তেমনই লেপ কম্বল সামলানোর ঝক্কি কমাবে। আপনি এই যন্ত্রের সাহায্যে সহজেই বিছানার চাদর গরম করে নিতে পারবেন। এটি একটি পোর্টেবল যন্ত্র। ফলে আপনি যদি এই শীতে কোনও ঠাণ্ডার জায়গায় ঘুরতে যান তাহলে সহজেই এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি একবার এই যন্ত্রের দাম জেনে নেন, তাহলে হলফ করে বলতে পারি আপনি এটিকে ঘরে আনবেন। দারুন সস্তা এবং ভীষণ উপকারী। অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবেন এক হিটিং প্যাড।

এবার আসুন জেনে নেওয়া যাক যন্ত্রটির নাম কী? দাম কত?

যেমনটা আগেই বললাম এটি একটি হিটিং প্যাড। আর এটির বাজারি নাম হল Medirelief। গ্রাহকরা যাঁরা এই ডিভাইস কিনতে ইচ্ছুক তাঁরা এটিকে Flipkart থেকে কিনতে পারবেন। মাত্র 1,299 টাকায় আপনারা এই ইলেকট্রিক হিটিং প্যাড পেয়ে যাবেন। যদিও এখন এই দামের উপর আকর্ষণীয় ছাড় মিলছে এই E-commerce সাইটটিতে। 1,299 টাকার বদলে আপনি এখন এই Medirelief হিটিং প্যাড মাত্র 694 টাকায় কিনতে পারবেন। এর উপর আছে 46% ছাড়। আপনি যেদিন অর্ডার করবেন এই যন্ত্রটিকে তার দুইদিনের মধ্যেই বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন।

এটার সমতুল্য আর কোনও হিটিং প্যাড কি আছে বাজারে?

হ্যাঁ, একই ধরনের আপনি অন্যান্য কোম্পানির হিটিং প্যাড পেয়ে যাবেন Flipkart-এ। এর মধ্যে আছে MCP গ্রে ভেলভেট অর্থোপেডিক ইলেকট্রিক হিটিং বেল্ট। এটি বাজার মূল্য হল 1,599 টাকা। তবে ছাড়ের পর আপনি এটিকে মাত্র 675 টাকায় কিনতে পাবেন। এই হিটিং প্যাডটিকেও আপনি বিছানার চাদরের নিচে রাখলে একই রকমের উপকার পাবেন।

আর কী কী কাজে লাগে হিটিং প্যাড?

এটার মূল কাজ হল শীতের হাত থেকে বাঁচানো। এছাড়া এটি গাঁটের ব্যথা কমাতেও দারুন উপকারী। আপনার যখন সেঁক দেওয়ার হবে তখন এটাকে প্লাগে ফিট করে দেবেন। এটা তারপর ধীরে ধীরে গরম হতে শুরু করবে। আপনি তখন এটা দিয়ে সেঁক দিলে আরাম পাবেন।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :