2022 এর শুরুর দিকটা ভারতীয় সিনেমার জন্য মোটেই ভাল যায়নি। একটার পর একটা বিগ বাজেট ছবি ফ্লপ করেছে। বড় বড় তারকা থাকা সত্বেও সেভাবে ব্যবসা করতে পারেনি একাধিক ছবি। কিন্তু এবার মনে হচ্ছে সেটা পাল্টাবে। লক্ষ্মীপুজোর মাসে ভারতীয় সিনেমার লক্ষ্মী লাভের আশা আছে বইকি! কারণ এই মাসেই মূলত এই সপ্তাহেই যে একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। এক সপ্তাহে 61 টি ছবি মুক্তি পেয়ে রেকর্ড গড়তে চলেছে।
দিওয়ালির সময় বা আগে একাধিক ছবি মুক্তি যা মুক্তি পাচ্ছে বা পাবে সেগুলো ভাল ব্যবসা করবে এমনই আশা করছেন ছবি নির্মাতারা। তালিকায় আছে রাম সেতু, থ্যাংক গড, গুডবাই, গডফাদার, ইত্যাদি। গডফাদার ছবিতে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জীবী (Chiranjeevi) এবং নয়নতারাকে (Nayanthara)। অন্যদিকে গুডবাই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) কে।
14 অক্টোবর গোটা দেশ জুড়ে একাধিক ভাষায় মোট 61 টি ছবি মুক্তি পেতে চলেছে। এটা একটা নতুন রেকর্ড তো বটেই! এর মধ্যে আছে ডক্টর জি, কোডনেম তিরঙ্গা, মোদীজী কী বেটি, চেলো শো, কান্তারা ছবির হিন্দি ভার্সন সহ একাধিক ছবি। এর মধ্যে চেলো শো অস্কারের জন্য মনোনীত হয়েছে। বাংলা, ওড়িয়া, তামিল, তেলেগু, হিন্দি, সহ একাধিক ভাষায় এই ছবিগুলো মুক্তি পেয়েছে।
সিনেমা রেয়ারের টুইটার হ্যান্ডেলে এই সপ্তাহে যে ছবিগুলো মুক্তি পেয়েছে তার তালিকা প্রকাশ করা হয়েছে। দেখুন গোটা তালিকা।
হিন্দি ছবির তালিকা: Doctor G, Codename Tiranga, Kantara (Hindi Dub), Aye Zindegi, Modiji ki Beti, Kahani Rubberband ki, Razz Darr ka, প্রভৃতি।
তেলেগু ভাষার ছবি: বয়ফ্রেন্ড ফর হায়ার, নিথো, ক্রেজি ফেলো, রা রাজু, গীতা, রুদ্রনেত্রী, প্রভৃতি।
তামিল ভাষার ছবি: সঞ্জীবন, চ্যাম্পিয়ন, মুগামারিয়ান, প্রভৃতি।
কন্নড় ভাষার ছবি: শুভমঙ্গল, এমআরপি, প্রভৃতি।
গুজরাটি ছবির মধ্যে আছে চেলো শো।
Halloween Ends, Frozen planet 2 ছবি দুটি ইংরেজি ভাষায় মুক্তি পাচ্ছে।
বিজয়া দশমী মুক্তি পাচ্ছে বাংলায়। অভিনয়ে আরিয়ান ভৌমিক (Aryan Bhowmik), গুলশানারা খাতুন (Gulshanara Khatun), প্রমুখ।
ত্রুষ্ণা, ওয়ে অঞ্জলি মুক্তি পাচ্ছে ওড়িয়া ভাষায়।
আহর নামক একটি ছবি খাসি ভাষায় মুক্তি পাচ্ছে এই সপ্তায়, আর মণিপুরী ভাষায় লায়রেম্বি নামক একটি ছবি।
এছাড়াও হরিয়ানভি, পাঞ্জাবি, নেপালি, মারাঠি ভাষাতেও একাধিক ছবি মুক্তি পেতে চলেছে এই সপ্তাহে।