আজ সারা দেশ সরগরম কারন একটাই আজই এসছে ২০১৮ সালে ইউনিয়ান বাজেট। আর এই বাজেটে একটু হলেও দুঃখ পাবেন মোবাইল ফোন প্রেমীরা। ভাবছেন কেন? আসলে আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলি ঘোষনা করেছেন যে বাড়তে চলেছে মোবাইল আর টিভির দাম। অ্যামাজনের সেরা 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত কিছু ফোন
‘ডিজিটাল ইন্ডিয়ার’ নাগরিকদের অবশ্য এধরনের কোন আশা ছিলনা। আশা ছিল যে টেক প্রজন্মের জন্য বাজেটে হয়ত থাকবে অনেক কিছুই। তবে তেমন কিছু হয়নি। প্রযুক্তির জন্য বাজেটে নির্ধারিত হয়নি কোন প্রকল্প বা আর কিছু।
বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক রাষ্ট্রের বাজেটে কাস্টম ডিউটি বাড়ানোর কথা বলা হয়েছে। আর এই জন্য হ্যান্ডসেট তৈরি কোম্পানি গুলিও তাদের ফোনের দাম বাড়াবে। আর এর ফলে ফোন যারা কিনবেন সেই ক্রেতাদের হলে কিছুটা হলেও চাপ বাড়বে বৈ কমবে না। অর্থমন্ত্রী সাধারন বাজেটে এও বলেন যে 5G প্রযুক্তির প্রশিক্ষণ কেন্দ্র চেন্নাইতে করা হবে।
বাজেট ঘোষনার সময় অর্থমন্ত্রী অরুন জেটলি আধারের সুবিধার কথা ও বলেছেন। তিনি বলেছেন যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা এর ফল পাবেন। তিনি এও বলেন যে আধারের সঙ্গে সমস্ত দরকারি পরিষেবা যুক্ত করা হয়েছে। আর এবার কারখানা গুলিকে আধারের মতন নম্বর দেওয়া হবে।
আর এছাড়া তিনি এও বলেন যে ভারত Bitcoin এর মতন কোম্পানি চালাবে না। আর এর মানে এই দারায় যে আপাতত এই ধরনের কোম্পানি ভারতে বৈধ নয়।