ভারতীয়দের যত গুরুত্বপূর্ণ নথি বা প্রমাণ পত্র আছে, Voter card থেকে শুরু করে Driving Licence, ইত্যাদি তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল Aadhaar Card। এই কার্ড ছাড়া স্কুল কলেজের ভর্তি কিংবা আইটিআর ফাইল করা কিছুই সম্ভব নয়। শুধু তাই নয়, যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলেও এই কার্ড ভীষণই প্রয়োজনীয়। তবে জানেনই যে জিনিসের যত গুরুত্ব বাড়ে সেটার অপব্যবহারও ততই বাড়ে। বর্তমানে নকল আধার কার্ডের দৌরাত্ম্য ভীষণ বেড়ে গিয়েছে।
তাই UIDAI বা Unique Identification Authority of India অর্থাৎ যারা আধার কার্ড দিয়ে থাকে সেই সরকারি সংস্থা কঠোর পদক্ষেপ নিতে চলেছে নকল আধার কার্ডের রমরমা আটকাতে। সম্প্রতি UIDAI জানিয়েছে আধার কার্ডের একটি বিশেষ অংশ নষ্ট হয়ে গেলে আর কোনও কাজ হবে না। ফলে আধার কার্ডের যত্ন নেওয়া আবশ্যক।
আধার কার্ড আমরা অনেক সময়ই ভাঁজ করে রেখে দিই, এরপর কার্ড ভেঙে যায়। তখন QR code স্ক্যান করা ভীষণ সমস্যার হয়ে যায়। আর এটার কারণেই কাজ আটকে যায়। নাজেহাল হতে হয় নাগরিককে। তাই UIDAI জানিয়েছে আমরা যেন নজর রাখি এই বিষয়ে। আধার কার্ড যাতে না ভেঙে যায় বার কোড যাতে ঠিক থাকে সেটার খেয়াল রাখি। Twitter-এ এই বিষয়ে একটি পোস্ট করেছে UIDAI।
যে কোনও পূর্ণ বয়স্ক ভারতীয়দের কাছে Aadhaar Card হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নথি। 12 সংখ্যার এই আধার নম্বর হচ্ছে তার পরিচয়। তবে মানুষ অনেক সময় ভুল আধার আধার নম্বর দিয়ে সেটার শিকার হন। কিন্তু এই বিপদ এড়ানো যাবে। শুধু যাচাই করে নিতে হবে যে আপনার আধার কার্ড আসল না নকল। কী করে বুঝবেন সেটা? দেখুন।
সবার আগে আধার কার্ড পারলে ল্যামিনেট করে রাখুন। এতে আপনার এই জরুরি নথি সুরক্ষিত থাকবে।
কোনও কাজে আধার কার্ড ব্যবহার করলে তারপর সেটাকে সাবধানে রাখুন। খেয়াল রাখবেন যেন ভুল কারও হাতে এই নথি না পড়ে।
শিশুদের হাতের কাছে ভুলেও এই নথি রাখবেন না। বা ভাঁজ করতে দেবেন না। খেয়াল রাখবেন QR code যেন ঠিক থাকে। নইলে পড়ে স্ক্যান করতে অসুবিধা হবে।
দেখবেন ইঁদুর যেন না কেটে ফেলে এই নথি।
PVC আধার কার্ড অর্ডার করতে পারেন অনলাইনে। বা আপনার পার্সে সাবধানে রাখতে পারেন।