বিশ্ব বিখ্যাত সোশ্যাল সাইট ট্যুইটার তার ইউজার্স দেড় জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যেতে আপনি নতুন থীম পাচ্ছেন।
মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ট্যুইটার অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন একটি ফিচার্স নিয়ে এসেছে। এই ফিচার্সের মাধ্যমে আপনি যখন রাতে ট্যুইটার ব্যবহার করবেন, তখন একটি ডার্ক থিম মোড পাবেন।
ট্যুইটারের এই ফিচার্স আপনি মেইন মেনুতে পাবেন। এর মাধ্যমে আপনি সহজেই সুইচ অন অফ করতে পারবেন। এছাড়াও এই ফিচার্সের মাধ্যমে আপনি ট্যুইটারের ডিসপ্লের রং বদলাতে পারবেন। iOS ব্যবহারকারীরাও এই একই ফিচার্স ব্যবহার করতে পারবেন ট্যুইটারে। iOS 9.3তে এই ফিচার্সের জন্য রাতে নিজে থেকেই ডিসপ্লে এর রং বদলে যায়। রাতে অন্ধকার ঘরে এবার ট্যুইটার ব্যবহার করা চোখের পক্ষে অনেক বেশি আরামদায়ক।