স্মার্টফোনের ক্যামের প্রতিদিনই যতই স্মার্ট হতে থাকুক না কেন। ক্যামেরায় ছবি তোলার আলাদা একটা মজা আছে। আর ফটোগ্রাফার বা ছবি তুলতে ভালবাসেন যে সব মানুষরা তাদের কথা মাথায় রেখেই স্মপ্রতি ভারতে নিকন তাদের দুটি নতুন মিমাররেলস ক্যামেরা লঞ্চ করেছে।
গত মাসে আন্তর্জাতিক বাজারে এই Nikon Z6 আর Nikon Z7 লঞ্চ হয়েছিল। আর মাস খানেক পরে ভারতীয় বাজারে এল নিকনের এই দুটি ক্যামেরা। এই দুটি ক্যামেরাই ফুল ফ্রেম মিরারলেস ক্যামেরা। ভারতে এদের প্রাথমিক দাম 1,69,950 টাকা।
এর মধ্যে Nikon Z6 য়ের বডির দাম 1,69,950 টাকা আর Nikon Z7 য়ের শুধু বডির দাম 2,69,950 টাকা। আর এর সঙ্গে আরও প্রায় 45,000টাকা দিলে পাওয়া আজবে 24মিমি-70 মিমি পর্যন্ত লেন্সের এই ক্যামেরা দুটি। Z7 মাউন্ট অ্যাডপ্টারের সঙ্গে 2,81,950 টাকায় কেনা যাবে। আর সেখানে Z6 1,81,950 টাকায় কেনা যাবে।
Z7 য়ের মাউন্ট অ্যাডাপ্টারের সঙ্গে 24-70 মিমি লেন্সের সঙ্গে দাম 3,26,950 টাকা। আর Z6 অ্যাডাপ্টার 24-70মিমি লেন্সের সঙ্গে দাম 3,26,950 টাকা।
এই দুটি নতুন ক্যামেরার সঙ্গেই নতুন S সিরিজ লঞ্চ করেছে কোম্পানি। আর এই সিরিজে এই মুহূর্তে তিনটি নতুন লেন্স এসেছে। এর মধ্যে 24-70মিমি লেন্সের দাম 78,450 টাকা। আর সেখানে নতুন 35 মিমি f/1.8 লেন্সের দাম 66,950 টাকা। আর এর সঙ্গে একটি 50 মিমির f/1.8 লেন্সের দাম 50,950 টাকা। আর FTZ আমূন্টেও এসেছে আর এদের সঙ্গে এই নতুন অ্যাডাপ্টারের দাম 19,950 টাকা।
ক্যামেরা দুটি দেখতে অনেকটাই এক রকমের। নতুন Nikon Z7 য়ে আছে একটি 45.7 মেগাপিক্সালের সেন্সার আর অন্য দিকে Nikon Z6 য়ে আছে একটি 24.5 মেগাপিক্সালের সেন্সার। এর সর্বাধিক ISO 51,200। এই দুটি ক্যামেরার ফিচার একই রকমের আর দুটি ক্যামেরা তেই আছে সাইলেন্ট শুটিং অপশান আর ভাইব্রেশান রিডিউশ প্রযুক্তি।
Nikon Z6 আর Nikon Z7 য়ে আছে OLED ভিউ টাচ স্ক্রিন ডিসপ্লে। আর এটিউ 3.2 ইঞ্চির টাচ স্ক্রিন।
নোটঃ ফিচার্ড ইমেজটি কাল্পনিক