আজকের সারা দিনের কিছু সেরা খবর এক সঙ্গে দেখেনিন
আজকে যেমন নতুন ফোন লঞ্চ হয়েছে তেমনি আরও বেশ কিছু বড় খবর জিনিস হয়েছে, আর সেই সবই আমরা আজকে আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানাব
টেক জগতে প্রতিদিন এক সঙ্গে অনেক খবর বা অনেক দরকারি খবর আসতে থাকে। সারা দিনের দৌড় ঝাঁপের মাঝে অনেক খবরই দেখা হয়ে ওঠেনা। আর তাই আপনাদের সাহায্য করার জন্য আমরা আজকেও আজকের সেরা তিনটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি।
প্রথমেই আমরা আপনাদের আজকের সব থেকে বড় ফোন লঞ্চের বিশেয় বলব
Realme U1 ফোনটি আজকে ভারতে লঞ্চ হল
Realme U1 ফোনটি 6.3 ইঞ্চির FHD+ রেজিলিউশানের সঙ্গে IPSLCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর কালার OS 5.2 ব্যাবহার করা হয়েছে। আর এই ফোনে 90.8% স্ক্রিন টু বডি রেশিও আছে।
আর এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখা হয় তবে এই ফবনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন।আর এর প্রাইমারি সেন্সার 13MP f/2.2 অ্যাপার্চার আর এর সেকেন্ডারি সেন্সার 2MP র f/2.4 য়ের। আর এর সঙ্গে এই ডিভাইসে LED ফ্ল্যাশ আছে। ফোনটির ফ্রন্টে একটি f.2.0 অ্যাপার্চারের সঙ্গে 25MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর সেখানে এই ফোনে সেলফি মোডে ব্যাকলাইড মোড ফিচার আছে
এই সময়ে 5G পরিষেবার বিষয়েও অনেক খবর শোনা যায় আর আজকে আমাদের দিনের সেরা দ্বিতীয় খবর সেই বিষয়েই
এই বছর 5G পরিষেবা আসবে!
এই সময়ে চারিদিকে 4G র রমরমা আর এবার বেশি দেরি নয় যখন 4G পুরনো হবে আর বাজারে 5G আসবে। আসলে 2019 সালে 5G আসবে বলে জানা গেছে আর এর আগেও 5G নিয়ে অনেক পরীক্ষা হয়েছে। আর 5G,4G র থেকে 100 বার বেশি ফাস্ট। আর এটি 10Gbps পর্যন্ত সুপার স্পিড দিতে পারে। আর সামনের বছর কিছু কোম্পানি 5G যুক্ত ফোন আনতে পারে বলে জানা গেছে। আর আমরা আজকে এই আর্টিকেলেআপনাদের সেই বিষয়েই বলব।
জিও আবার 4G 2GB ডাটা ফ্রিতে দেবে
জিও সেলিব্রেশান প্যাকের মাধ্যমে গত মাসের মতনই চার দিনের মধ্যে এই অফার দেবে, আর যা তারা এক মাসের ফ্রি ডাটা অ্যানিভার্সারিতে দিয়েছিল। যাই হোক এতে 8GB ডাটা পাওয়া যাচ্ছে যা প্রতিদিনের হিসাবে 2GB ডাটা হবে। আমরা যদি দিওয়ালীর সময়ে দেখি তবে তখন কোম্পানি 1,699 টাকার পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর 100টি SMS য়ের সঙ্গে প্রতিদিন 1.5GB ডাটা অফার করেছিল যা 365 দিনের জন্য বৈধ। আর কোম্পানি একটি নতুন প্লায়নে নিয়ে এসেছে তবে কোম্পানি এখন একটি নতুন সেলিব্রেশান প্যাক নিয়ে না এলেও প্রতিযোগী কোম্পানি ভোডাফোনও একটি 100 % র ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে, যা জিওর মতন একই জিনিস অফার করে। আর এই অফার মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে চার্জ করা যায়, আর এটি 50 টি ভাউচারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়। আর আপনাদের এও বলে রাখি যে 399টাকা, 458টাকা আর 509 টাকার প্ল্যান গুলি এই অফারের মধ্যে পাওয়া যাবে।